
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে বর্ষীয়ান রাজনীতিবিদ উপজেলা আ’লীগের সহ-সভাপতি, ডোমার পৌরসভার সাবেক প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন এর জানাজা সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে এলাকায় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ মাঠে হাজারো মানুষের উপস্থিতিতে জানাজা সম্পূর্ণ করে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় নীলফামারী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, জেলা আ’লীগের সভাপতি ও নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আ’লীগের সাধারন সম্পাদক এ্যাডঃ মমতাজুল হক, পৌর আ’লীগের সাধারন সম্পাদক আরিফ হোসেন মুন, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক সাঈদ মাহমুদ, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী, ডোমার উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরননবী, উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকারসহ আ’ীলীগের সকল অঙ্গসংগঠনের নেতা কর্মি ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এনায়েত হোসেন নয়ন ডোমার পৌরসভার ৭নং ওয়ার্ড চিকন মাটি ধনীপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আমিরুল হোসেন বুড়োর বড় ছেলে। মৃত্যুকালে তার বয়স ছিল (৫৮) বছর। জীবতদশায় তিনি উপজেলা আ’লীগের সহ-সভাপতি, ডোমার পৌরসভার সাবেক প্যানেল মেয়র, ডোমার নাট্য সমিতির সিনিয়র সহ-সভাপতি ও শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগারের আজীবন সদস্য ছিলেন।
জানাজায় হাজারো মানুষের ঢল নামে। উল্লেখ্য- গত ৩রা ডিসেম্বর তার মস্তিস্কে রক্ত ক্ষরণ হলে ৪ ডিসেম্বর সন্ধায় ঢাকা ল্যাবএইড হাসপাতালে তার মস্তিস্কে অস্ত্রপচার করা হয়েছে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকগন পর্যবেক্ষনের জন্য আইসিইউতে রাখেন। দীর্ঘ ১০দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় গত ১৩ ডিসেম্বর সকাল ১০টা ৫০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
স্ত্রী সন্তানসহ অসংখ্য গুনোগ্রাহী রেখে গেছেন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]