
ডোমারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন


আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে : “মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত বুধবার (১৭জুলাই) উপজেলা মৎস্য দপ্তর কার্যালয়ে উপজেলা মৎস্য অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে সহকারী উপজেলা মৎস্য অফিসার সামসুল হক, ডোমার রিপোর্টার্স ইউনিটিরসহ-সভাপতি প্রভাষক আবু ফাত্তাহ কামাল পাখী, সাধারণ সম্পাদক আনিছুর রহমান মানিক, ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফ্ধসঢ়;ফর আলী, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, রবিউল হক রতন, মোসাদ্দেকুর রহমান সাজু প্রমূখ বক্তব্য রাখেন।
ডোমার উপজেলায় মাছের চাহিদা ৫হাজার ৩শত ৭০ মেঃ টন থাকলেও সেখানে ৫হাজার ৩শত ৯১ মেঃ টন উৎপাদন হওয়ায় অন্নান্য এলাকায় তা রফতানী করা হয়। ১৭জুলাই থেকে ২৩জুলাই পর্যন্ত সপ্তাহ ব্যাপী এ কর্মসূচি চলবে। আমিসের চাহিদা পূরণে ব্যপক অবদান রয়েছে বলে মৎস্য অফিসার শারমিন আখতার জানান।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





