১৩ অক্টোবর ২০২৫

ডোমারে কথাসাহিত্যিক রাজুর ৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ডোমারে কথাসাহিত্যিক রাজুর ৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) থেকে: নীলফামারীর ডোমারে কথাসাহিত্যিক আকমল সরকার রাজু’র ৪৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ আগষ্ট) বিকালে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করেন, জেলা কৃষ্ণচুড়া সাহিত্য ও সংস্কৃতি পরিষদ। সংগঠনের সভাপতি ও দেবীগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক আবদুর রউফ এর সভাপতিত্বে সাংবাদিক এমদাদুল হক মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যপক খায়রুল আলম বাবুল।

বিশেষ অতিথি হিসাবে ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, সৈয়দপুর ছমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিন, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক ও সাবেক বেতার শিল্পি আতাউর রহমান ময়না, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি পুরস্কার প্রাপ্ত আজিজুল হক, সৈয়পুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক আলমগীর সরকার, বানিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ওমর ফারুক, বিশিষ্ট ইসলামি সংঙ্গীত শিল্পি হাফেজ মোঃ ইয়ামিন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও কবিসাহিত্যিক অধ্যাপক ডেইজী নাসনীন মাশরাফি নীনা, প্রভাষক মোস্তফা ফিরোজ প্রধান, সংগঠনের সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ বিশ্বাস, সহ-সভাপতি প্রভাষক জাকির প্রধান প্রমূখ বক্তব্য রাখেন। পরে কাবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

খাঁচা
সাহিত্য

খাঁচা

২ সপ্তাহ আগে by বাংলা প্রেস