১৪ অক্টোবর ২০২৫

ডোমারে অসহায় পরিবারের মাঝে ইউএনও’র সহায়তা প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে অসহায় পরিবারের মাঝে ইউএনও’র সহায়তা প্রদান
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে ৭৫টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সহায়তা প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। জানাযায়, করোনা কালীন সময়ে চলমান লকডাউনে উপজেলায় বেশ কিছু মানুষ খাদ্য সহায়তা চেয়ে ৩৩৩ নম্বরে ফোন করে। বিষয়টি ইউএনও মহোদয়ের নজরে আসলে। সেই সকল মানুষকে যাছাই বাছাই করে বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে দুপুর পর্যন্ত কেতকীবাড়ী, সদর ইউনিয়ন, জোড়াবাড়ী ও পৌর এলাকা মিলে ৭৫টি পরিবারের মাঝে চাল, আটা, সয়াবিন তেল, লবণ,আলু ও সাবান বিতরণ করেন। এ সময় কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাপদক হারুন অর রশিদ রশিদুলসহ পরিষদের ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন। এ সময় তিনি প্রতিটি ব্যক্তির সাংসারিক জীবনের খোঁজ খবর নেন এবং করোনা মহামারী থেকে নিজে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান। ইতিপূর্বে বন্যায় কেতকীবাড়ী তহসিল অফিসের ওয়াল সংলগ্ন বিশাল এলাকা ভেঙ্গে যাওয়ায় নিজ উদ্দোগ্যে মাটি ভরাটের কাজের অগ্রগতি পরিদর্শন করেন তিনি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন