১৪ অক্টোবর ২০২৫

ডোমারে অসহায় পরিবারকে ভিটা ছাড়া, বাড়িঘর ভাংচুর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে অসহায় পরিবারকে ভিটা ছাড়া, বাড়িঘর ভাংচুর
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে এক অসহায় পরিবারকে ভিটা ছাড়া করে, বাড়িঘর ভাংচুর করায় পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন জ্ঞাপন করতে দেখাগেছে। ঘটনাটি ঘটেছে, ডোমার উপজেলার গোমনাতী ইউনিয়নের পূর্ব আমবাড়ী শুকনা পুকুর বাজার এলাকায়। জানা যায়, উক্ত এলাকার মৃত মৌলভী সমসের আলীর ছেলে মহসীন আলী পৌত্রিক সুত্রে সিএস- ২৪২, খতিয়ান নং, এসএ-২৭১ মূলে দাদা জিয়ার উদ্দিন এর ওয়ারিশ সমসের আলী ও তার ছেলে মহসীন আলী বিগত ৪০ বছর যাবত ৩৪ শতক জমি ভোগদখল করে আসছে। মহসীন আলী সেখানে মশিয়ার রহমান নামক এক ভুমিহীন অসহায় ব্যক্তিকে থাকার জন্য জায়গা করে দেন। মশিয়ার সেখানে ঘরবাড়ী করে স্ত্রী সন্তান মিলে বসবাস করে এবং বাকি জমিতে আবাদবাড়ি করেন। হটাৎকরে প্রতিবেশী আসাদুজ্জামান আসাদের স্ত্রী লাবিবা খাতুন লাভলী উক্ত জমিটি মলিকানা দাবী করে মশিয়ারের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘদিন মামলা চলাকালীন অবস্থায় লাভলী ৫৯১৮ নং দলিল যাহার তারিখ ৩১/১০/১৯৫৮ সালের খাটুরিয়া মৌজা এলাকার একটি ভুয়া দলিল দেখিয়ে মামলা পরিচালনা করেন। কিন্ত দলিলটি গোমনাতী ইউনিয়নের পূর্ব আমবাড়ী মৌজা হওয়ার কথা থাকলেও দাগ খতিয়ানের কোন প্রকার মিল না থাকার পরেও বিজ্ঞ আদালত লাভলীর পক্ষে একতর্ফা রায় ঘোষনা করেন। এতে করে জমিতে বসবাসরত মশিয়ার রহমানকে কে বিবাহী পক্ষ করা হয়েছে। এবিষয়ে এলাকার মানুষের মাঝে চাপা ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে গত ১৮/০৩/২০২৩ইং তারিখে দুপুরে আদালতের লোকজন ঘটনাস্থলে গিয়ে মশিয়ারের বসতভিটা ভাংচুর করে গাছপালা, মরিচ ক্ষেত ও বাঁশ কেটে দেয়। এতে করে প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে মহসিন জানান। বসতভিটা ভাংচুর করায় মশিয়ার ও তার পরিবার খোলা আকাশের নিচে অসহায় অবস্থায় মানবেতর জীবন যাপন করছে। মহসিন আলীর সঠিক কাগজপত্র দেখে সুষ্ট তদন্ত করে দোষীদের বিচার দাবী করেন এবং ভুয়া জাল দলিল দেখিয়ে জমি মালিকানা দাবী করেন লাবিবা খাতুন লাভলী ও তার সহযোগিদের দৃষ্টান্ত মূলক শাস্তির জোর দাবী জানান ভুক্তভুগী অসহায় পরিবার। বিপি/কেজে  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন