১৪ অক্টোবর ২০২৫

ডোমারে অসহায়দের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে অসহায়দের খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ’লীগের উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক স্মরণে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশন আয়োজিত রোববার ( ১লা মে) সকাল ১১টায় ডোমার মহিলা ডিগ্রী কলেজ হলরুমে ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। আমরিন নাহার হক গোধূলি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন নবী, ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আনিছুল হক গোল্ডেন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা আহবায়ক আল আমিন রহমান, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান সোহাগ প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে এলাকার ডের শতাধীর দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদের উপহার খাদ্য সামগ্রী হিসাবে সেমাই, চিনি, আটা, পোলার চাল, দুধ, সুজি, সাবানসহ নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক এর পরিবারের বুলবুলি হক, নুরুন নাহার, রিয়া আক্তার হুমায়রা, আনিকা তাহসিন স্বর্ণা, নজীবুল হক, আশরাফুল হক সন্ধি, আইরিন নাহার হক গেøারী, নিশাত তাসনিম সুহি, জিলান, মুন সহ অনেকে উপস্থিত ছিলেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন