১৪ অক্টোবর ২০২৫

ডোমারে রেনু হত্যা মামলার আসামী ঘাতক স্বামী গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে রেনু হত্যা মামলার আসামী ঘাতক স্বামী গ্রেপ্তার
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে রেনু হত্যা মামলার আসামী সৈয়দপুর আব্দুল কুদ্দুস লেন এলাকার মৃত বারিয়াশা এর ছেলে গোলাম মোস্তফা বুলু (৩৭) কে গ্রেপ্তার করেছে ডোমার থানা পুলিশ। জানা গেছে, ২৭ /১২/২২ইং তারিখে ডোমার থানাধীন ভোগডাবুড়ি ইউনিয়নের গোসাইগঞ্জ কারেঙ্গাতলী গ্রামে স্বামী কর্তৃক নৃশংস হত্যাকান্ডের শিকার হন খয়রুল ইসলাম এর মেয়ে রেনু আক্তার। হত্যার পর পালিয়ে যায় স্বামী গোলাম মোস্তফা বুলু। এ ব্যাপারে রেনুর পিতা খয়রুল ইসলাম বাদী হয়ে ২৮ ডিসেম্বর ২০২২ ইং তারিখে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নীলফামারী (ডোমার-সার্কেল) সহকারি পুলিশ সুপার আলী মোহাম্মদ আব্দুল্লাহ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আত্মগোপনে থাকা আসামী গোলাম মোস্তফা বুলুকে ২১ মার্চ রাতে ময়মনসিংহ কোতোয়ালী থানা থেকে গ্রেপ্তার করেন। এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন-নবী বলেন, গ্রেফতাকৃত আসামী গোলাম মোস্তফা বুলুকে নীলফামারী আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন