১৪ অক্টোবর ২০২৫

ডোমারে শত্রুতার জেরে বাড়িঘড় ভাংচুর, প্রতিবন্ধী মহিলাসহ আহত ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ডোমারে শত্রুতার জেরে বাড়িঘড় ভাংচুর,  প্রতিবন্ধী মহিলাসহ আহত ৫
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পূর্ব শত্রুতার জের ধরে বাড়িঘড় ভাংচুর, ২ বৃদ্ধ প্রতিবন্ধি, মহিলাসহ ৫জন গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হরিণচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের হরিহারা গ্রামে। সরেজমিনে জানা যায়, উক্ত গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে দেলোয়ার হোসেনে সাথে প্রতিবেশী মৃত হাজী আফাজ উদ্দিনের ছেলে মোহাম্মদ আলীদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিষয়ে দ্বন্দ চলে আসছে। এরই জের ধরে ঘটনার দিন রোববার (১৮সেপ্টেম্বর) দিবাগত রাত ডের ঘটিকায় মোহাম্মদ আলী তার ছেলে দেলোয়রসহ তারা তাদের দলবল নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মৃত আব্দুল মান্নানের ছেলে দেলোয়ার হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরসহ বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। এ সময় মৃত কছিম উদ্দিনের ছেলে বৃদ্ধ প্রতিবন্ধি আনিছুর (৬৫) তার ভাই আমিনুর (৬০) কে বেধরক মারপিট করে। অপরদিকে আনিছুরের স্ত্রী ওহেদা বেগম, আমিনুরের স্ত্রী নুর জাহান ও মৃত আলহাজ্ব আঃ মান্নানের স্ত্রী আলহাজ্ব সামসুন নাহার এগিয়ে গেলে প্রতিপক্ষরা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে তাদের পিটিয়ে গুরুত্বর আহত করে। সংবাদ দিলে ডোমার থানা পুলিশ ও এলাকাবাসী ঘটনা স্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে প্রতিবন্ধি সদয় ২ভাই ও ৩জন মহিলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর টিম লিডার জয়নুল আবেদীন জানান, ফোন আসার পরে আমাদের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। তবে আগুনে তেমন বড় ধরণের ক্ষতি সাধন হয়নি। ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদ উন-নবী বলেন, সংবাদ পেয়ে ঘটনা স্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। থানায় অভিযোগ দিলে বিষয়টি তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে। ভুক্তভুগী মৃত আঃ মান্নানের ছেলে দেলোয়ার বলেন, তারা দীর্ঘদিন যাবত আমাদের সাথে শত্রুতা করে বাড়িঘড় দখলে নেয়ার পায়তারা করছে। আমার মা সামসুন নাহার একজন হাজী মানুষ তাকেও শত্রুরা বেধরক মারপিট করে আহত করেছে। আমি প্রসাশনের কাছে ন্যায় বিচার দাবী করছি। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন