১৫ অক্টোবর ২০২৫

এবার আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো : মির্জা ফখরুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
এবার আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো : মির্জা ফখরুল

বাংলাপ্রেস ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পাকিস্তান বা আইএসআইয়ের সঙ্গে বিএনপির কারো কোনো বৈঠক হয়নি। বিএনপিকে হেয় করতেই এমন বক্তব্য দিচ্ছে সরকারের মন্ত্রীরা। এসব বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করা না হলে আইনের আশ্রয় নিতে বাধ্য হবো।’

সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের কথা না হয় বাদ দিলাম৷ কিন্তু ওবায়দুল কাদের সাহেব এর মত দায়িত্ববান মন্ত্রী, যিনি কিনা আওয়ামী লীগের সাধারাণ সম্পাদক৷ তার মুখ দিয়ে এমন চরম জঘন্য মিথ্যাচার শুধু অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিতই নয়, এটি রাজনৈতিক শিষ্টাচারের উপর চরম আঘাত। এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

মির্জা ফখরুল বলেন, ‘দৃঢ়ভাবে বলতে চাই, কোনো দেশ কিংবা সংস্থার সঙ্গে এধরনের কোনো বৈঠক আমরা করিনি এবং লন্ডনেও এমন কোনো বৈঠক হয়নি। এটি বিএনপিকে হেয় করার জন্য আওয়ামী লীগের আরেকটি অপপ্রচার৷ এধরনের বক্তব্য প্রত্যাহার করার দাবি জানাই। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।’

এসময় বিএনপির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় চরম মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘সোশ্যাল মিডিয়ার উপর যে আঘাত তা ভয়াবহ। আমাদের অনেক সোসাল একটিভিস্টদেট গুম করে ফেলা হচ্ছে। আর তিন শতাধিক ফেক আইডি এবং পেজ খোলে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ। কার্টুন প্রকাশ হতে পারে। তাতে আমি কিছু মনে করি না। এটা হয়ে থাকে। কিন্তু কোনো রাজনীতিবিদের চরিত্র হরণ, চরম অপপ্রচার মানা যায় না। বিএনপির চরিত্র হরণ করা, অপপ্রচার চালানো তাদের স্বভাব হয়ে গেছে। আমরা মামলাবাজ নই বলেই এখনো মামলা করিনি। আমরা এখন মামলা করবো। দেখবো সরকার এসবের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে।’

এসময় তিনি বলেন, ‘বিএনপির অসংখ্য অলনাইন এক্টিভিস্টদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দি রাখা হয়েছে। আমি তাদের মুক্তি দাবি করছি।’ ৫৮ টি অনলাইন পোর্টাল বন্ধে যে সুপারিশ করা হয়েছে তার প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং ৫৭ ধারা অবশ্যই বাতিল করবো।’

কোনো লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার পরও দেশ, গণতন্ত্র ও স্বাধীনতার স্বার্থে আমরা নির্বাচনে যাচ্ছি জানিয়ে ফখরুল বলেন, ‘এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দেশ থাকবে কি থাকবে না, গণতন্ত্র ও স্বাধীনতা থাকবে কি থাকবে না তা ঠিক হবে এই নির্বাচনের মধ্যদিয়ে।’

সরকারের উদ্দেশ্যে ফখরুল বলেন, ‘যে ভয়াবহ ভূমিকা আপনারা পালন করছেন, তা থেকে ফিরে আসুন। যদি দেশকে সত্যিকার অর্থে রক্ষা করতে চান নির্বাচনকে উন্মুক্ত করুন। যেন সব দল সমানভাবে অংশগ্রহণ করতে পারে। অন্যথায় এই দেশ আবারও দীর্ঘকালের জন্য সংঘাতের দিকে যাবে, স্বাধীনতা হারাবে। দেশকে এমন অবস্থার দিকে নিয়ে যাবেন না।’

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন