বাংলাপ্রেস ডেস্ক: অবসর ভেঙে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে ফেরেন ব্রেন্ডন টেইলর। এবার উইকেটরক্ষক ব্যাটারকে দেখা যাবে ওয়ানডেতেও। তাকে রেখেই আজ শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
এতে করে ৪ বছর পর আবারও টেইলরকে সীমিত সংস্করণে দেখা যাবে।
সর্বশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে খেলেছিলেন ৩৯ বছর বয়সী ব্যাটার। তাকে দলে নেওয়ার বিষয়ে জিম্বাবুয়ের নির্বাচক ডেভিড মুতেন্দারা বলেছেন, ‘ব্রেন্ডনকে দলে ফিরে পেয়ে আমরা ভীষণ খুশি। তার অভিজ্ঞতা ও গুণ অমূল্য, বিশেষ করে চাপের মুহূর্তে যা দেখায়। তার উপস্থিতি নিংসন্দেহে ড্রেসিংরুমে মনোবল জোগাবে।শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের নেতৃত্ব দেবেন ক্রেইগ আরভিন। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার আর্নেস্ট মাসুকু। দুই ম্যাচের ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ২৯ আগস্ট। একদিন পর ৩১ আগস্ট শেষ ওয়ানডে।দুটি ম্যাচই হারারেতে। ওয়ানডে সিরিজ শেষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি খেলবে দুই দল।জিম্বাবুয়ের দল-
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, জনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গওয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিয়োঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও নিউম্যান নিয়ামহুরি।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]