১৫ অক্টোবর ২০২৫

এক দলকে কোলে, আরেক দলকে কাঁখে নেয়া বন্ধ করুন: মির্জা আব্বাস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
এক দলকে কোলে, আরেক দলকে কাঁখে নেয়া বন্ধ করুন: মির্জা আব্বাস
  বাংলাপ্রেস ডেস্ক: দেশের রাজনীতিতে নিরপেক্ষতা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি পক্ষপাতমূলক আচরণ পরিহারের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘একটি দলকে কোলে আর আরেকটি দলকে কাঁখে নেয়ার রাজনীতি চলতে পারে না। জনগণ ন্যায়বিচার চায়, পক্ষপাত নয়।’ শুক্রবার (১৮ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া ও মৌন মিছিল কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। জুলাই মাসের গণঅভ্যুত্থানে নিহত বিএনপি ও ছাত্রদলের শহীদদের স্মরণে এই কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। জাতীয় নির্বাচন দ্রুত দেয়ারও দাবি জানিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দেন। দিলে দেশের আজকের অশান্ত পরিস্থিতি শান্ত হবে। আর না দিলে আমরা ভাববো দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন।’ আরও পড়ুন: প্রথমবার হাইকোর্টে বিচারপতি নিয়োগে নেয়া হলো ভাইভা, বাদ তৃতীয় শ্রেণি বিএনপি ও ছাত্রদলের ৪২২ জন শহীদের স্মরণ করে মির্জা আব্বাস বলেন, ‘শহীদরা কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলকে সমর্থন করেনি। বিশেষ কিছু দল এই ঘটনাগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে।’ তিনি আরও বলেন, ‘বিএনপি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায়, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে।’ বিএনপিকে আওয়ামী লীগের দলে ভেড়ানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, ‘বিএনপি কখনোই ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি। ১৭ বছর ধরে আমরা রাজপথে আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য। বিএনপি নিশ্চিহ্ন করে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ হবে না।’ আরও পড়ুন: ছবির সঙ্গে কথা বলেন মা, বিচারের আশায় জায়নামাজে কাঁদেন বাবা বিএনপির মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় আয়োজিত এই দোয়া ও মৌন মিছিলে মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন