১৪ অক্টোবর ২০২৫

এস কে সিনহার দুর্নীতির বিচার দাবিতে নিউ ইয়র্কে আ. লীগের সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
এস কে সিনহার দুর্নীতির বিচার দাবিতে নিউ ইয়র্কে আ. লীগের সমাবেশ
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার দুর্নীতির বিচার দাবি করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় এক র‌্যালির আয়োজন করা হয়। এস কে সিনহা তার নতুন বই ‘অ্যা ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যেরও প্রতিবাদ জানান হয় র‌্যালি থেকে। বক্তারা বলেন, ব্যক্তিস্বার্থে এস কে সিনহা কল্পনাপ্রসূত, মিথ্যা ও উদ্দেশ্যমূলক বই প্রকাশের মাধ্যমে বাংলাদেশের বিচার ব্যবস্থা তথা সরকারের বিরুদ্ধে নানা কল্পকাহিনী রটাচ্ছেন। বাংলাদেশকে কাঠগড়ায় দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছেন। এটা দেশদ্রোহীতার সামিল। এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচারপতি সিনহা এবং তার পেছনে মদদদাতাদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন বক্তারা। সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ড. প্রদীপ রঞ্জন কর, তোফায়েল আহমেদ চৌধুরী, রমেশ নাথ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম বাদশা ও চন্দন দত্ত, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শাহ মোঃ বখতিয়ার আলী, বাণিজ্য বিষযক সম্পাদক ফরিদুল আলম, কার্যকরী সদস্য শরিফ কামরুল আলম হিরা, আওয়ামীলীগ নেতা গোলাম রাব্বানী, মঞ্জুর চৌধুরী, খান শওকত, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মমতাজ শাহনাজ, যুবলীগ নেতা সেবুল মিয়া, স্বেচ্চাসেবক লীগ নেতা দুরুদ মিয়া রনেল প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অভিপ্রায়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থী এসকে সিনহা সহজে গ্রিনকার্ড প্রাপ্তির লোভে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে এ ধরনের অপপ্রচারণায় নেমেছেন। সিনহার বিরুদ্ধে সুপ্রিমকোর্টের পক্ষ থেকে ইতোপূর্বে উত্থাপিত দুর্নীতি, অর্থ পাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগের তদন্ত সাপেক্ষে দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। একই সঙ্গে তার ভাই অনন্ত কুমার সিনহার নামে বিচারপতি সিনহার যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার বিষযটিও তদন্ত করে তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়ার দাবি জানান বক্তারা। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ব্যারিস্টার নাজমুল হুদার দায়ের করা মামলারও দ্রুত নিষ্পত্তির দাবি জানানো হয়। সমাবেশ থেকে সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগানও দেয়া হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন