১৩ অক্টোবর ২০২৫

এসিসির সভায় কথা কাটাকাটি, সূর্যকুমারকে নতুন শর্ত নাকভির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৪:২৪ এএম
এসিসির সভায় কথা কাটাকাটি, সূর্যকুমারকে নতুন শর্ত নাকভির

বাংলাপ্রেস ডেস্ক:   এশিয়া কাপের ট্রফি ভারত পাবে কি না সেটা নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মহসিন নাকভি নতুন শর্ত চাপিয়েছেন।

 

মঙ্গলবারের বৈঠকে নাকভি বলেছেন, ‘ভারতকে ট্রফি নিতে হলে সূর্যকুমার যাদবকে এসে নিতে হবে। অন্য কাউকে আমি ট্রফি দেব না। ভারতীয় বোর্ড কোনও প্রতিনিধি পাঠালে তাঁকে ট্রফি দেওয়া হবে না। অধিনায়ককে দুবাইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের দফতরে এসে ট্রফি নিতে হবে।’

এর আগে নাকভি জানিয়েছিলেন, ভারতীয় দল তাদের পদক ও ট্রফি পাবে। তবে সেটি তিনি নিজ হাতে দিতে চান। সে জন্য বিশেষ আয়োজনের প্রস্তাব করেছিলেন তিনি।

পাকিস্তানের টিভি চ্যানেল জিও সুপার জানিয়েছে, বৈঠকে ভারতীয় বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা বারবার নাকভিকে অনুরোধ করেছিলেন ট্রফি ভারতের হাতে তুলে দিতে। কিন্তু নাকভি প্রথমে বলেন, ‘এটি মিটিংয়ের বিষয় নয়।’ পরে চাপ বাড়লে তিনি জানিয়ে দেন, সূর্যকুমারকে দুবাইয়ে গিয়ে ট্রফি নিতে হবে।

ফলে কোনও সমাধান আসেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে। ভারতের দাবি ছিল, দ্রুত ট্রফি ও মেডেল তাদের হাতে দিতে হবে। এ নিয়ে নাকভির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলে ভারতীয় বোর্ড। কিন্তু সমাধান না হওয়ায় বৈঠক মাঝপথে ছেড়ে বেরিয়ে যান রাজীব শুক্লা ও অশিষ শেলার।

বৈঠকে শুক্লা নাকভিকে মনে করিয়ে দেন, ‘ট্রফি আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়। তাই আপনি সেটি হোটেলের ঘরে নিয়ে যেতে পারেন না। ভদ্রভাবে ভারতের হাতে ট্রফি ও মেডেল তুলে দিতে হবে।’

এর জবাবে নাকভি অভিযোগ করেন, তাকে দীর্ঘ সময় মঞ্চে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তার ভাষায়, ‘আমাকে কার্টুনের মতো লাগছিল।’ তিনি আরও দাবি করেন, ভারতীয় দল তার হাত থেকে ট্রফি নিতে চায় না বলে মৌখিকভাবে জানানো হয়েছিল। লিখিতভাবে কিছু জানানো হয়নি।

শেষ পর্যন্ত নাকভি জানান, এই বৈঠকে ট্রফি সমস্যার সমাধান হবে না। অন্য বৈঠকে এ নিয়ে আলোচনা হবে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বোর্ড প্রতিনিধি দ্রুত নতুন বৈঠকে বসবেন। সেখানে ট্রফি সমস্যার সমাধান খোঁজা হবে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন