বাংলাপ্রেস ডেস্ক: এশিয়া কাপ শুরু হতে সময়ের হিসেবে ২৪ ঘণ্টাও আর বাকি নেই। আগামীকাল রাত সাড়ে ৮টায় আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে দামামা বাজবে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে। টুর্নামেন্টে কোন দল চ্যাম্পিয়ন হবে এবং শেষ চারে সুযোগ পাবে তা নিয়ে ভবিষ্যদ্বাণী শুরু হয়েছে।
সেই তালিকায় নাম লেখালেন হার্শা ভোগলে।তবে জনপ্রিয় এই ধারাভাষ্যকার যে ভবিষ্যদ্বাণী করেছেন তাতে বাংলাদেশের জন্য দুসংবাদেরই। কেননা ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশকে শেষ চারে দেখছেন না ভারতীয় ধারাভাষ্যকার। বিপরীতে শ্রীলঙ্কা-আফগানিস্তানকে দেখছেন তিনি।
শেষ চারের সমীকরণ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে হার্শা বলেছেন, ‘বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে।কারণ দারুণ দল নিয়ে এশিয়া কাপে যাচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। শ্রীলঙ্কা যে দল দিয়েছে তা নিয়ে আমি বেশ সন্তুষ্ট। সুপার ফোরে তাই শ্রীলঙ্কাকে বাজি ধরছি। অন্যটার তুলনায় এ গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা একটু বেশি।আমার কাছে মনে হচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তান ফেভারিট হিসেবেই শুরু করছে। তবে বাংলাদেশের জন্য টুর্নামেন্টটা গুরুত্বপূর্ণ।’
কেন গুরুত্বপূর্ণ তার ব্যাখ্যাটা যেন এই মন্তব্যে দিলেন হার্শা, ‘বাংলাদেশের এই দলটার খেলা দেখতে মুখিয়ে আছি। সাকিব আল হাসান, মুশফিকুর রহিম কিংবা আরো যারা ছিল তাদের ছাড়া সামনে এগিয়ে যাওয়া বাংলাদেশের জন্য বড় ব্যাপার। লিটন দাসের অধীনে তারা কেমন খেলে সেটা এখন দেখার বিষয়।’
কিছুদিন আগে একই সুরে কথা বলেছেন ভারতের সাবেক ব্যাটার আকাশ চোপড়াও। তিনি জানিয়েছিলেন, গ্রুপ পর্বেই শেষ বলে বাংলাদেশের এশিয়া কাপের গল্প। এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর। লিটন-জাকের আলি অনিকদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হংকং। ম্যাচটি হবে আবুধাবিতে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]