বাংলাপ্রেস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের দল গতকাল রাতে ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচে নেই রিয়াল মাদ্রিদের দুই ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগো। সঙ্গে চোটের কারণে কোচ কার্লো আনচেলত্তির স্কোয়াডে নেই নেইমারও।
যে বিশ্বকাপ বাছাইয়ের জন্য গতকাল দল ঘোষণা করেছে ব্রাজিল সেই ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ‘হেক্সা’ মিশনের প্রস্তুতি এশিয়া সফরে শুরু করবে আনচেলত্তির দল।২০০২ বিশ্বকাপ জয়ের পর থেকেই ষষ্ঠ ট্রফির খোঁজে সেলেসাওরা। তবে সর্বশেষ পাঁচ আসরে কোয়ার্টার ফাইনাল পার হতে পারেনি তারা।এশিয়া সফরের প্রতিপক্ষ ও সময়সূচিও জানিয়েছে সিবিএফ। দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।শুরুটা হবে আগামী ২০ অক্টোবর সিউলে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। আর সফরের শেষটা হবে ১৪ অক্টোবর টোকিও ন্যাশনাল স্টেডিয়ামে জাপানের বিপক্ষে।
আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে সেলেসাওরা। আর বাছাইপর্বের শেষ ম্যাচটি ১০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে।লাতিন আমেরিকা মহাদেশের বাছাইপর্বে বর্তমানে ২৫ পয়েন্টে তৃতীয় স্থানে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
প্রথমবারের মতো কোনো বিশ্বকাপে ৪৮ দল অংশ নেবে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বিশ্বকাপ শুরু হবে ১১ জুন। আর পর্দা নামবে ১৯ জুলাই।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]