
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের নতুন দায়িত্ব পেলেন বিসিবি সভাপতি

বাংলা প্রেস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৬ পিএম

বাংলাপ্রেস ডেস্ক: এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ২ বছরের জন্য তিনি এই ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব পেলেন।
এক যুগের বেশি সময় জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছেন আমিনুল। তিনি বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে খেলেছেন। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর পর কোচিংয়ে যুক্ত হন।
গত এক দশকের বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। বিসিবিতে যোগ দেয়ার আগে আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।
চলতি বছরের মে থেকে বিসিবি সভাপতির দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম বুলবুল।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



-68eb25d6635b2.jpg)
-68eb58c4c0835.jpg)
