বাংলাপ্রেস ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শুরুতেই হারের শঙ্কায় পড়ে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে কিলিয়ান এমবাপ্পের জোড়া পেনাল্টিতে সে শঙ্কা উড়িয়ে অলিম্পিক মার্শেইকে ২-১ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের ২২ মিনিটে টিমোথি উইয়াহ মার্শেইকে এগিয়ে দেন। তবে মাত্র আট মিনিট পরই রড্রিগোকে ফাউল করায় পেনাল্টি পায় রিয়াল। সেখান থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করে সমতা ফেরান।
দ্বিতীয়ার্ধে ২৬ মিনিটে ডানি কারভাহাল লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে দশজন নিয়ে খেলতে হয় রিয়ালকে। তবে ৩৫ মিনিটে মার্শেই ডিফেন্ডার মেদিনার হাতে বল লাগায় আবারও পেনাল্টি পায় স্বাগতিকরা। সুযোগ নষ্ট করেননি এমবাপ্পে। তিনি ঠাণ্ডা মাথায় গোল করে দলকে জয় এনে দেন।
দুই গোল করা এমবাপ্পে ম্যাচসেরা হন। উয়েফাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এমন গুরুত্বপূর্ণ পেনাল্টির সময় চাপ অনুভব করতেই হবে। চাপ থাকলেই সেরা পারফরম্যান্স দিতে পারি। আজকের ম্যাচে দুই গোল করতে পেরে এবং দলকে প্রথম জয় এনে দিতে পেরে আমি খুব খুশি।’
তিনি আরও বলেন, ‘এমন লড়াই রিয়াল মাদ্রিদের ডিএনএ। আমরা নিজেদের বিশ্বাস করি, সতীর্থদের বিশ্বাস করি। দশজন নিয়েও আমরা জয়ের জন্য লড়ি। আজ কেউ আতঙ্কিত হয়নি, সবাই ঠাণ্ডা মাথায় খেলেছে। সেই কারণেই আমরা প্রয়োজনীয় জয় পেয়েছি।’
রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকে দলকে জেতাচ্ছেন নিয়মিত। হরহামেশা হচ্ছেন ম্যাচসেরাও। এই নিয়ে খানিকটা রসিকতা করতেও ভোলেননি এমবাপ্পে। তিনি বলেন, ‘প্লেয়ার অব দ্য ম্যাচ ট্রফি রাখার জন্য কি আলাদা ঘর লাগবে কিনা? না, আমার এখনো আরও দরকার!’
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]