১৩ অক্টোবর ২০২৫

ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করতে সতর্ক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৫, ০৫:২২ এএম
ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভ করতে সতর্ক করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

বাংলাপ্রেস ডেস্ক:  ব্রিটিশ শিক্ষার্থীদের আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ফিলিস্তিনপন্থি বিক্ষোভে যোগ না দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। কেননা, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা করে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। আর হামাসের এই হামলার প্রতিক্রিয়ায় সেদিন থেকেই গাজায় হামলা চালিয়ে নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরাইল। তাই, এই দিনে (৭ অক্টোবর) ফিলিস্তিনপন্থি বিক্ষোভ ‘অবিবেচক ও অ-ব্রিটিশ আচরণ’ বলেও মন্তব্য করেছেন স্টারমার। খবর বিবিসির। 

 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনের দুই বছর উপলক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার বিক্ষোভের প্রস্তুতি চলছে। লন্ডনের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীতে একত্রিত হয়ে মিছিল করার পরিকল্পনা করছে। এছাড়া ম্যানচেস্টার, গ্লাসগো, এডিনবার্গ ও ব্রিস্টলেও ছাত্র বিক্ষোভের সম্ভাবনা রয়েছে।

 

এ নিয়ে টাইমস পত্রিকার মঙ্গলবারের সংস্করণে লেখা এক নিবন্ধে স্টারমার লেখেন, ‘আজ, ৭ অক্টোবরের বর্বরোচিত হামলার বার্ষিকীতে, আবারও কিছু শিক্ষার্থী বিক্ষোভের পরিকল্পনা করছে। এটি আমাদের জাতির পরিচয় নয়। অন্যদের প্রতি এমন অসম্মান দেখানো অ-ব্রিটিশ আচরণ। তার ওপর যখন কেউ কেউ  ইহুদিদের বিরুদ্ধে ঘৃণার স্লোগান দেয়, যা আরও  লজ্জাজনক।’

তিনি বলেন, ওই দিনটি কিছু লোকের কাছে ‘ব্রিটিশ ইহুদিদের আক্রমণ করার জঘন্য অজুহাত’ হয়ে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, ‘সময় যতই পেরিয়ে যাক না কেন, সেই দিনের ভয়াবহতা ও অমানবিকতা আমরা ভুলতে পারি না।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও লেখেন, ‘আমাদের ইহুদি সম্প্রদায় রাস্তায়, দেশে, ক্রমবর্ধমান ইহুদি-বিরোধিতার মুখে পড়েছে। কিন্তু যুক্তরাজ্য সবসময় দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকবে।’

 

এর আগে গত শনিবার লন্ডনের কেন্দ্রস্থলে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামের এক নিষিদ্ধ সংগঠনের সমর্থনে বিক্ষোভ চলাকালে প্রায় ৫০০ জনকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশ।

যদিও ব্রিটিশ মন্ত্রিসভা ও পুলিশ আগেই অনুরোধ করেছিল সিনাগগ হামলার পর বিক্ষোভ স্থগিত রাখার জন্য, কিন্তু তা সত্ত্বেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। 

 

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন