
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রবাসী যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় মঙ্গলবার দুপুর পৌনে ১টায় ফ্লোরিডার নর্থ লডারডেল সিটিতে নিজ দোকানে কর্মরত অবস্থায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন আইয়ুব আলী (৬১) নামে এক বাংলাদেশি।তিনি ফ্লোরিডা ষ্টেট আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
নর্থ লডারডেল সিটি ব্রোয়ার্ড শেরিফ অফিস ও স্থানীয় বাংলাদেশিদের সূত্রে জানা যায়, আইয়ুব আলী নর্থ লডারডেল সিটির সাউথ ষ্ট্রিটে নিজের দোকান আন্ট মলি’জ ফুড স্টোরে কর্মরত ছিলেন।হঠাৎ দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে কোন কিছু না বলেই তার মাথায় গুলি করে। পরে দোকানের খরিদ্দার পুলিশে খবর দিলে তারা এসে আইয়ুব আলীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় ব্রোয়ার্ড হেল্থ মেডিকেল সেন্টারে পাঠালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আইয়ুব আলী মৃত্যুর খবর ফ্লোরিডা প্রবাসীদের মাঝে ছড়িয়ে পড়লে সেখানে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাংলাদেশিরা মর্গ থেকে লাশ নেওয়ার পরই মসজিদে জানাজা ও দাফনের কর্মসূচি নেবেন বলে জানা গেছে।
১৯৯৪ সাল থেকেই যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন আইয়ুব আলী।গত ১০ বছর আগে নর্থ লডারডেল সিটির সাউথ ষ্ট্রিটে এই দোকান কিনে সেখানেই ব্যবসা করে আসছেন। গত বছর পার্কল্যান্ড এলাকায় একটি বাড়িও কিনেছেন আইয়ুব। তিন মেয়ে, এক ছেলে ও স্ত্রী ফারহানাকে নিয়ে সেখানেই বসবাস করছিলেন তিনি।
https://youtu.be/H56mJX-PITs
আইয়ুব আলীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানোপুর গ্রামে বলে জানা গেছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]