১৪ অক্টোবর ২০২৫

ফ্লোরিডায় দূতাবাস চালুর ঘোষনায় প্রবাসীরা খুশি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফ্লোরিডায় দূতাবাস চালুর ঘোষনায় প্রবাসীরা খুশি
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের ফ্লোরিডা অঙ্গরাজ্যে চালু হচ্ছে বাংলাদেশ দূতাবাসের নতুন কার্য্যালয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষনায় খুশি হয়েছেন দক্ষিণাঞ্চলের ১১টি অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্কের স্থানীয় সময় শনিবার ম্যানহাটনের ম্যারিয়ট মারকুইজ হোটেলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর সম্মানে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এ ঘোষনা দেন এবং পরদিন রোবার বিকেলে জাতিসংঘ বাংলাদেশ মিশন আয়োজিত এক সংবাদ সম্মেলনেও প্রধানমন্ত্রী ফ্লোরিডায় বাংলাদেশ দূতাবাসের নতুন কার্য্যালয় চালুর বিষয়টি পুনরাবৃত্তি করেন। প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের সহজেই দূতাবাস সেবা প্রদানের জন্য ফ্লোরিডা অঙ্গরাজ্যে বাংলাদেশ দূতাবাসের নতুন কার্য্যালয় চালুর পরিকল্পনা অনেক দিনের। নানা প্রতিকূলতার কারনে তা এখনো করা সম্ভব হয়নি। কিন্ত এবারে আমরা ফ্লোরিডায় বাংলাদেশ দূতাবাসের নতুন কার্য্যালয় চালুর পরিকল্পনা গ্রহন করেছি। শিগগির তা বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষনায় আনন্দিত হয়ে পড়েছেন দক্ষিণাঞ্চলের ১১টি অঙ্গরাজ্যের প্রবাসী বাংলাদেশিরা। এর ফলে আলাবামা, আরকানসাস, জর্জিয়া, কেন্টাকি, লুইজিয়ানা, মিসিসিপি, নর্থ ক্যারোলিনা, সাউথ ক্যারোলিনা, টেনেসি ভার্জিনিয়া ও ওয়েষ্ট ভার্জিনিয়ার হাজার হাজার প্রবাসী বাংলাদেশি উপকৃত হবেন। এদের মধ্যে অনেকেই তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেছেন দীর্ঘদিন পর হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের দুঃখ-কষ্টের বিষয়টি বুঝতে পেরেছেন। এ আনন্দ সংবাদে ফ্লোরিডা প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন