১৫ অক্টোবর ২০২৫

ফ্লোরিডায় জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী পালন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফ্লোরিডায় জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী পালন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য বিএনপি এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। স্থানীয় সময় গত রোববার সন্ধ্যায় ফ্লোরিডার পেমব্রোক পাইন্সের একটি হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফ্লোরিডা বিএনপির আহবায়ক ইমরানুল হক চাকলাদার সভাপতিত্বে এবং সদস্য সচিব ইলিয়াস খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফ্লোরিডা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আরিফ আহমেদ আশরাফ। বিশেষ অতিথি ছিলেন ফ্লোরিডা বিএনপির নেতা মো: ফারুখ সরকার। প্রধান অতিথি বক্তব্যে আরিফ আহমেদ আশরাফ বলেন জিয়াউর রহমান ছিলেন বাংলার রাখাল রাজা।তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি রণাঙ্গনে যুদ্ধ করে আজকের এই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। জিয়াউর রহমানের জন্ম না হলে আমরা বাংলাদেশ নামক স্বাধীন দেশ পেতাম না। প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে বাংলাদেশকে একটি উন্নত অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ার লক্ষ্যে কাজ করেছিলেন। বাংলাদেশের মানুষ আজকেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য চোখের পানি ঝরায়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে আজও রয়েছেন এবং থাকবেন। তিনি আরো বলেন, গণতন্ত্রের নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা না গেলে বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনকে রাজপথে রক্ত ঝরিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবে। বিশেষ অতিথি বক্তব্যে মো: ফারুখ সরকার বলেন, গণতন্ত্রকে ধ্বংস করে বর্তমান ক্ষমতাসীন সরকার ষড়যন্ত্রমুলক মামলায় ফরমায়েসী রায়ে সাজা দিয়ে স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছেন। জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করতে একের পর মামলায় সাজা দিয়েছে। সর্বশেষ ৩০ ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে তারা ধ্বংসপ্রায় গণতন্ত্রের কফিনে শেষ পেরেকটিও ঠুকে দিয়েছে। তিনি (ফারুখ সরকার) কয়েকদিন আগে স্থানীয় বিএনপির অপর একটি গ্রুপের সঙ্গে থেকে আলাদা কমিটি গঠনের চেষ্টা চালালেও তা সফল হয়নি। পরবর্তীতে তিনি কেন্দ্রিয় কমিটি ঘোষিত বর্তমান আহবায়ক কমিটির সঙ্গে একাত্মতা ঘোষনা করে উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশ নেন। সভাপতির বক্তব্যে ফ্লোরিডা বিএনপির আহবায়ক একরামুল হক চাকলাদার শহীদ জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও আত্মার মাগফিরাত কামনা করে বলেছেন, এ দেশের এক চরম নৈরাজ্যকর পরিস্থিতিতে জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। মাতৃভূমির মুক্তির জন্য নেতৃত্বহীন জাতির দিশারী হয়ে তিনি স্বাধীনতার ঘোষণা দেন এবং মুক্তিযুদ্ধ শুরু করেন। স্বাধীনতা-উত্তর দুঃসহ স্বৈরাচারী দুঃশাসনে চরম হতাশায় দেশ যখন নিপতিত, জাতি হিসেবে আমাদের এগিয়ে যাওয়া যখন বাধাগ্রস্ত ঠিক তখনই জিয়াউর রহমান জনগণের নেতৃত্বভার গ্রহণ করেন। ক্ষমতায় এসেই মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা করেন, নিশ্চিত করেন মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা। দেশে বহুদলীয় গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা এনে দিয়েছিলেন। বাংলাদেশের আত্মসামাজিক উন্নয়নকল্পে ব্যাপক ভিত্তিতে কর্মসূচী গ্রহণ করে সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন, আত্মনির্ভরশীলতা অর্জন এবং জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে পল্লী উন্নয়ন, প্রবৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণ,খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ইত্যাদি লক্ষ্যকে সামনে রেখে শহীদ জিয়া ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়েই আজো মানুষ তাঁকে ভুলতে পারেন না। ফ্লোরিডা বিএনপির সদস্য সচিব ইলিয়াস খান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে লালন করতে হবে। শহীদ জিয়া এদেশের উন্নয়নের জন্য দেশের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে গেছেন। শহীদ জিয়ার খালকাটা কর্মসূচির মাধ্যমে কৃষিতে কৃষি বিপ্লব ঘটিয়েছিল। সার্কের স্বপ্নদষ্টা এই মহান নেতার জীবন যাপন করতেন খুব সাধারণভাবে। কিন্তু দেশী বিদেশী ষড়যন্ত্রেও মাধ্যমে শহীদ জিয়াকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন শহীদ জিয়ার নাম এই দেশের মানুষের হৃদয়ে গাথা থাকবে। আলোচনা সভা ও দোয়া মাহফিলে কোরআন তেলাওয়াত করেন মো: ইয়াকুব ও মো: আলী। মোহাম্মদ ফারুকের মোনাজাতের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর ও আরাফাত রহমান কোকুর আত্নার মাগফেরাত কামনা দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন মোহা: রফিকুল হক, মোহা: হোসাইন,মো: মহসিন,আলমগীর কবির, মোশারফ হোসেন, মোহাঃ মাসুদ, মোহা:আলমগির মোহাঃ কামরুল, মোহা:আব্দুর রাকিব মোহাঃ বাবর,আকবর,সালাম চাকলাদার,খোরশেদ আলম,গণি মাস্টার, মোহা:হামিদুর রহমান, আব্দুল মান্নান,মাহবুব চৌধুরী,মোহা:তুহিন, কবির চৌধুরী তুহিন, হাবিবুর রহমান,অহিদুর রহমান, বাবুল হোসেন,কোরবান ছিদ্দীকি,মোহা: জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম সুমন,ইউসুফ আলী,অসিয়ুর রহমান, ফাহিম উদ্দীন শেখ প্রমুখ। ফ্লোরিডা বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ওছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়া জেলার গাবতলীতে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম কমল। ১৯৭১ সালে ২৭ মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লবের মাধ্যমে আবারও আলোচনায় আসেন জিয়াউর রহমান। নানা পটপরিবর্তনের একপর্যায়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী খালেদা জিয়া দলের হাল ধরেন। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন