
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা


বাংলাপ্রেস ডেস্ক: ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসাবে ঘনিষ্ঠ মিত্র সেবাস্টিয়ান লুকোনুর নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রো। ৩৯ বছর বয়সী সাবেক প্রতিরক্ষামন্ত্রী সেবাস্টিয়ান প্রেসিডেন্ট মাক্রোর দীর্ঘদিনের মিত্র। তিনি ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারে তাকে সমর্থন দিয়েছিলেন। খবর আল জাজিরার।
ফ্রান্সের এলিসি প্রাদাস এক বিবৃতিতে বলেছে, ফ্রান্সের পরবর্তী বাজেট গ্রহণের লক্ষ্য নিয়ে সেবাস্টিয়ানকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার দায়িত্ব দেয়া হয়েছে।
তার পূর্বসূরি ফ্রাসোয়া বায়রু এই বাজেট পরিকল্পনার বিরুদ্ধেই ব্যাপক বিরোধিতার মুখে অচলাবস্থা নিরসনে আকস্মিকভাবে আস্থাভোট আহ্বান করেছিলেন।
এরপর প্রধানমন্ত্রীকে উৎখাত করা এবং তার সংখ্যালঘু সরকারকে টেনে নামাতে পার্লামেন্টে ভোট হয়। এমপিদের ৩৬৪-১৯৪ ভোটে হেরে যান বায়রু।
বায়রু তার সরকারের ব্যয় কমানো এবং ঋণের বোঝা সামাল দেওয়ার পরিকল্পনার পক্ষে যথেষ্ট সমর্থন আদায়ের চেষ্টা নিয়েছিলেন আস্থাভোট ডেকে। তবে বিরোধী দলগুলো আগেই বলেছিল তারা তাকে সমর্থন করবে না।
এ পরিস্থিতিতে আস্থাভোটে বায়রুর হার অবশ্যম্ভাবী ছিল। তার পরাজয়ের ফলে দুই বছরেরও কম সময়ের মধ্যে প্রেসিডেন্ট মাক্রোঁকে নতুন প্রধানমন্ত্রী বেছে নিতে হল।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী পাসপোর্টের তালিকা থেকে বাদ পড়ল যুক্তরাষ্ট্রের পাসপোর্ট



