
গাইবান্ধা লেখক ফোরামের আহবায়ক সিরাজ সচিব মিলু

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : গাইবান্ধার সাহিত্য অঙ্গনকে গতিশীল ও নতুন লেখক সৃষ্টির লক্ষ্যে কবি ইবনে সিরাজকে আহবাহক ও মোদাচ্ছেরুজ্জামান মিলুকে সদস্য সচিব করে গাইবান্ধা লেখক ফোরামের আহবাহক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় গাইবান্ধা পৌর পার্ক চত্বরে এই কমিটি গঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কবি সরোজ দেব।
কমিটির সদস্যরা হলেন দেবাশিষ দাশ দেবু, অমিতাভ দাশ হিমুন, সিদ্দিক আলম দয়াল, খোন্দকার নিপন, রজত কান্তি বর্মণ, পিটু রশিদ, নিশাত পারভিন বন্যা, অদ্বিত্ব শাপলা, কিংশুক ভট্টাচার্য, শরিফা ইসলাম রানি, অঞ্জলী রানী দেবী ও শাহনাজ আমিন মুন্নি।
কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন অধ্যাপক মাজহারউল মান্নান, গোবিন্দ লাল দাশ, আবু জাফর সাবু, সুলতান উদ্দিন আহমেদ, মশিয়ার রহমান খান, কবি সরোজ দেব এবং অধ্যাপক জহুরুল কাইয়ুম।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সাহিত্য
২ সপ্তাহ আগে
by বাংলা প্রেস





সাহিত্য
‘লেখক-প্রকাশকের বিশ্বাসের জায়গা তৈরি করেছিলেন প্রকাশক মহিউদ্দীন আহমদ’
২ সপ্তাহ আগে
by বাংলা প্রেস