
গাইবান্ধায় ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


রওশন আলম পাপুল,গাইবান্ধা থেকে : বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আনন্দ র্যালি, কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এসব কর্মসূচি পালিত হয়।
প্রথমে শহরের এক নম্বর রেলগেট সংলগ্ন জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়। আনন্দ র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
এরপর আলোচনা সভায় সভাপতিত্ব করেন শহর ছাত্রলীগের আহবায়ক কামাল আহম্মেদ বাবু। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস উল আলম হিরু, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, দপ্তর সম্পাদক সাইফুল আলম ছাকা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক আমিনুর জামান রিংকু, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান মো. সাইদ হোসেন জসিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন দুলাল ও সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ রঞ্জু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাহমিদুর রহমান সিজু, জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুল লতিফ আকন্দ, সাবেক যুগ্ম-আহবায়ক শাহরিয়ার আহম্মেদ শাকিল, জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আসিফ সরকার ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনসহ জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং ছাত্রলীগের প্রবীণ ও নবীণ সদস্যরা অংশ নেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





