
গাইবান্ধায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ আইন সহায়তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত



রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ আইন সহায়তা বিষয়ক এক মতবিনিময় সভা শনিবার দুপুরে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুরের এসকেএস ইন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। টিডিএইচ নেদারল্যান্ডস এর সহযোগিতায় এসকেএস ফান্ডশন বাস্তবায়নাধীন ইমেজ প্লাস প্রকল্পের মাধ্যমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসকেএস ফান্ডশনেরের কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) মো. সুরুজ আলী সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. আব্দুস শাকুর এবং বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (নারী ও শিশু) আবু আব্দুল্লাহ কনক এবং সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মো. আকতারুজ্জামান।
মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির প্যানেল আইনজীবি আনিস মোস্তফা তোতন, ছামসুজ্জোহা শামীম, হায়দার আলী, তাসনিম বেগম মিলা, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান, ব্র্যাক এর জেলা প্রতিনিধি অমল কুমার দাম, মানবাধিকার কর্মী অঞ্জলী রানী দেবী, পলাশবাড়ী সিভিল সোসাইটি ফোরামের সভা প্রধান অধ্যাপক মাহমুদা চৌধুরী, আহবায়ক আবুল কালাম আজাদ, সদর উপজেলা সিভিল সোসাইটি ফোরামের সভাপতি এবিএম ছাত্তার, সাংবাদিক উজ্জল চক্রবর্তী ও রওশন আলম পাপুল, এসকেএস এর সহ:সমন্বয়কারী আশরাফুল আলম, এসকেএস ফান্ডশনের ইমেজ প্লাস প্রকল্পের জেলা সমন্বয়কারী মোদাচ্ছেরুজ্জামান মিলু, প্রজেক্ট ম্যানেজার কানিজ হুসনা আফরোজা পলি, চেঞ্জমেকার মারুফা, তাজনুর ও নাজমুল প্রমুখ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





