
গাইবান্ধায় নিরাপদ বিদ্যালয় এবং দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ শুরু



রওশন আলম পাপুল,গাইবান্ধা থেকে : বাংলাদেশের স্কুলসমূহ ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখার উদ্দেশ্যে গাইবান্ধায় দুইদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার সদর উপজেলার রাধাকৃষ্ণপুরের এসকেএস ইন্ধসঢ়; মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু হয়।
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এসকেএস ফাউ-েশন বাস্তবায়নাধীন নিরাপদ বিদ্যালয় প্রকল্পের মাধ্যমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনীতে স্বাগত বক্তব্য রাখেন এসকেএস ফাউ-েশনের পরিচালক সাইফুল আলম এবং বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হিউম্যানিটারিয়ান রেজিলিয়েন্স ম্যানেজার গোলাম রাব্বানী এবং ডিআরএম স্পেশালিস্ট কাজি আব্দুল কাদির। এই প্রশিক্ষণে এসকেএস ফাউ-েশনের সিনিয়র স্টাফসহ ৩০ জন অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে বাংলাদেশ সরকারের দূর্যোগ কাঠামো, সিন্দাই ফ্রেমওয়ার্ক, দূর্যোগের ফলে শিক্ষা ও শিশুর উপর প্রভাব, বিদ্যালয়ে নিরাপত্তা ফ্রেমওয়ার্ক, মগড্রিল এবং দূর্যোগ বিষয়ক বাংলাদেশ সরকারের বিভিন্ন পলিসি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।
বিপি/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন





