১৪ অক্টোবর ২০২৫

গাইবান্ধায় নিরাপদ বিদ্যালয় এবং দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধায় নিরাপদ বিদ্যালয় এবং দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ শুরু

রওশন আলম পাপুল,গাইবান্ধা থেকে : বাংলাদেশের স্কুলসমূহ ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখার উদ্দেশ্যে গাইবান্ধায় দুইদিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। শুক্রবার সদর উপজেলার রাধাকৃষ্ণপুরের এসকেএস ইন্ধসঢ়; মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু হয়।

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এসকেএস ফাউ-েশন বাস্তবায়নাধীন নিরাপদ বিদ্যালয় প্রকল্পের মাধ্যমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনীতে স্বাগত বক্তব্য রাখেন এসকেএস ফাউ-েশনের পরিচালক সাইফুল আলম এবং বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের হিউম্যানিটারিয়ান রেজিলিয়েন্স ম্যানেজার গোলাম রাব্বানী এবং ডিআরএম স্পেশালিস্ট কাজি আব্দুল কাদির। এই প্রশিক্ষণে এসকেএস ফাউ-েশনের সিনিয়র স্টাফসহ ৩০ জন অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে বাংলাদেশ সরকারের দূর্যোগ কাঠামো, সিন্দাই ফ্রেমওয়ার্ক, দূর্যোগের ফলে শিক্ষা ও শিশুর উপর প্রভাব, বিদ্যালয়ে নিরাপত্তা ফ্রেমওয়ার্ক, মগড্রিল এবং দূর্যোগ বিষয়ক বাংলাদেশ সরকারের বিভিন্ন পলিসি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন