
গাইবান্ধায় পাওয়ার প্রকল্পের নেটওয়ার্ক এলায়েন্স এন্ড কোয়ালিশন কর্মশালা অনুষ্ঠিত


রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : নেটওয়ার্ক এলায়েন্স এন্ড কোয়ালিশন কর্মশালা উপলক্ষে নারী ফেডারেশন সমূহের সাথে সিভিল সোসাইটির মতবিনিময় সভা বৃহস্পতিবার গাইবান্ধা উদীচী জেলা কার্যালয়ে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক জহুরুল কাইয়ুম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দাতাসংস্থা একশন এইড এর সহযোগিতায় এসকেএস ফাউ-েশন বাস্তবায়নাধীন পাওয়ার প্রকল্পের অধীনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, গজারিয়া, ফজলুপর, উদাখালী ও উড়িয়া ইউনিয়নের প্রত্যেক ইউনিয়ন থেকে মোট ৫টি ফেডারেশনের ২৫ জন নারী নেত্রী অংশগ্রহণ করেন। নারীর অধিকার নিশ্চিত ও নারীর ক্ষমতায়নের জন্য সিভিল সোসাইটির সাথে এলায়েন্স করে কিভাবে নারীর মানবাধিকার প্রতিষ্ঠাসহ নারীর ক্ষমতায়ন বৃদ্ধি করা যায় সেই বিষয়গুলিই এই সভার আলোচনায় প্রাধান্য পায়।
সভায় উপিস্থত থেকে বক্তব্য রাখেন একশন এইডের ন্যাশনাল এসেম্বলী মেম্বার অঞ্জলী রানী দেবী, সমাজসেবক ওয়াজিউর রহমান রাফেল, পাওয়ার প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. জালাল উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব চুনি ইসলাম, মানবাধিকার কর্মী প্রবীর চক্রবর্তী, মনিরুজ্জামান লিটন, শিরিন আক্তার, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আফরোজা লুনা, কলেজ শিক্ষক গৌতমাশীষ গুহ, আবু রায়হান শফিউল্লাহ ও সাখাওয়াত হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ফেডারেশনের নেত্রীরা তাদের বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে সিভিল সোসাইটি ব্যক্তিদের সাথে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





