১৪ অক্টোবর ২০২৫

গাইবান্ধায় পূবালী ব্যাংকের ফ্রেন্ডশীপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধায় পূবালী ব্যাংকের ফ্রেন্ডশীপ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : পূবালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা ব্রাঞ্চের আয়োজনে শনিবার গাইবান্ধা শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়াম মাঠে গাইবান্ধা ও রংপুরের পূবালী ব্যাংকের বিভিন্ন ব্রাঞ্চের কর্মকর্তাদের নিয়ে গাইবান্ধা গ্লাডিয়েটরস ও রংপুর রাইডার্স নামে ফ্রেন্ডশীপ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন রংপুর পূবালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মো. কামরুজ্জামান। প্রথমে রংপুর রাইডার্স টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় গাইবান্ধা গ্লাডিয়েটরসকে। গাইবান্ধা গ্লাডিয়েটরস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করে। জবাবে রংপুর রাইডার্স ১৯.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান করে চ্যাম্পিয়ন হয়।

শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা ব্রাঞ্চের প্রিন্সিপাল অফিসার এস এম নাসিরুল ইসলাম। বক্তব্য রাখেন রংপুর পূবালী ব্যাংক লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার ও অঞ্চল প্রধান মো. কামরুজ্জামান, গাইবান্ধা পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উত্তম কুমার রায়, রংপুর ব্রাঞ্চের ম্যানেজার সাজেদুল ইসলাম, গাইবান্ধা শাখার সিনিয়র অফিসার সোহেল রানা, অফিসার বেলাল হোসেন ও মহিমাগঞ্জ শাখার সিনিয়র অফিসার মোস্তফা হায়দার প্রমুখ।

শেষে চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স, রানারআপ গাইবান্ধা গ্লাডিয়েটরস ও ম্যান অব দ্যা ম্যাচ এস এম নাসিরুল ইসলামের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন