১৫ অক্টোবর ২০২৫

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গোপালগঞ্জে হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি
বাংলাপ্রেস ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিতে হামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ করবে দলটি। বুধবার রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ১ জুলাই থেকে তাদের যে মাসব্যাপী কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’, সেই কর্মসূচিতে তারা দেশের প্রতিটি জেলায় যাচ্ছেন। গিয়ে জুলাই গণ-অভ্যুত্থানের বার্তা, জাতীয় নাগরিক পার্টির প্রতিশ্রুতি ও স্থানীয় মানুষের সমস্যার কথা শুনছেন। তারই ধারাবাহিকতায় বুধবার গোপালগঞ্জে তাদের কর্মসূচি ছিল। তাদের এই পদযাত্রার ঘোষণা অনেক আগে দেওয়া হয়েছে। কিন্তু মুজিববাদী সন্ত্রাসীরা তাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি ও গণ-অভ্যুত্থানের নেতাদের হত্যার উদ্দেশ্যে তারা জঙ্গি কায়দায় হামলা করে। নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে সমাবেশ শেষে তারা যখন মাদারীপুরের উদ্দেশে রওনা হন, তখন আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের গাড়িবহরে হামলা করে। গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা, মুজিববাদী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের গাড়িবহরে হামলা চালায়, গুলিবর্ষণ করে। খুবই পরিকল্পিতভাবে গণ-অভ্যুত্থান ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের হত্যার উদ্দেশ্যে সশস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলার প্রতিবাদে ফ্যাসিবাদবিরোধী সব সংগঠন বিক্ষোভ করেছে। তারা তাদের ধন্যবাদ জানান। জাতীয় নাগরিক পার্টি আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। নাহিদ ইসলাম আরো বলেন, গোপালগঞ্জে তাদের কর্মীদের পরিবারের ওপর হুমকি আছে। তারা এই সংবাদ সম্মেলন থেকে বলতে চান— এই পরিকল্পিত হামলার জন্য যারা দায়ী, তাদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। নাহিদ ইসলাম জানান, ৩০ দিনের মধ্যে এনসিপি দেশের ৬৪টি জেলায় যাবে— এটিই তাদের চ্যালেঞ্জ। এ ছাড়া পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার (আজ) ফরিদপুরের সভা অনুষ্ঠিত হবে। পথসভাগুলো যথারীতি চলতে থাকবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন