১৪ অক্টোবর ২০২৫

গর্ভবতী মায়েদের সন্তান প্রসব সেবা নিশ্চিত করতে হবে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গর্ভবতী মায়েদের সন্তান প্রসব সেবা নিশ্চিত করতে হবে

রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : প্রত্যেক গর্ভবতী মায়েদের সন্তান প্রসব পূর্ববর্তী ও পরবর্তী সকল সেবা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব দিতে হবে। শুধু তাই নয় গর্ভবতী মা ও নবজাতক সন্তানের কথা ভেবে নিরাপদ ডেলিভারীর জন্য হাসপাতালে যেতে হবে। এসব ব্যাপারে মূলত প্রথমেই পরিবারের সকলকে সজাগ দৃষ্টি দিতে হবে ও বিষয়গুলো কার্যকর করতে হবে।

মঙ্গলবার বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউ-েশনের বাস্তবায়নাধীন ইনিসিয়েটিভস ফর ম্যারিড অ্যাডোলেসেন্ট গার্লস এমপাওয়ারমেন্ট (ইমেজ) প্লাস প্রকল্পের আয়োজনে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের রাধাকৃষ্ণপুরে এসকেএস ইন মিলনায়তনে বিবাহিত কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারি ও বেসরকারি স্বাস্থ্যসেবাদানকারী প্রতিষ্ঠানসমূহের সাথে মতবিনিময় কর্মশালায় বক্তরা এসব কথা বলেন।

এসকেএস ফাউ-েশনের কো-অর্ডিনেটর (ফিল্ড অপারেশন) সুরুজ আলী সরকারের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. আব্দুস শাকুর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ বি এম আবু হানিফ ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী। শুরুতে প্রকল্পের জেলা সমন্বয়কারী মোদাচ্ছেরুজ্জামান মিলু এই কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন।

পরে প্রকল্পের সামগ্রীক তথ্য-উপাত্ত নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন ইমেজ প্লাস প্রকল্পের ম্যানেজার কানিজ হুসনা আফরোজা পলি। দাতা সংস্থা টিডিএইচ নেদারল্যান্ডস এর সহযোগিতায় ইমেজ প্লাস প্রকল্পের মাধ্যমে বিবাহিত কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়ে আসছে বলে উল্লেখ করেন তারা। কর্মশালায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ইমেজ প্লাস প্রকল্পের যুগোপযোগী কার্যক্রমের প্রশংসা করে বলেন, বিবাহিত কিশোরীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের সকল সহযোগিতা সবসময় অব্যাহত থাকবে।

পরিবার পরিকল্পনার আধুনিক পদ্ধতির ব্যবহার নিশ্চিত করতে হবে। মা ও শিশুর টিকা সম্পর্কে আধুনিক টিকার গুরুত্ব উল্লেখ করেন তারা। বাল্যবিবাহ যেন আর একটিও না হয় সেজন্য সকলকে কাজ করার অনুরোধ জানান। কর্মশালায় আরও বক্তব্য রাখেন গাইবান্ধা সদর উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার মাহবুবা খাতুন, পলাশবাড়ী উপজেলা ফ্যামিলি প্লানিং অফিসার মো. কাইয়ুম আলী, গাইবান্ধা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েনের সাধারণ সম্পাদক ও ঐশী ক্লিনিকের স্বত্ত্বাধিকারী মো. সাখাওয়াত হোসেন বিপ্লব, ব্র্যাক এর জেলা সমন্বয়কারী অমল কুমার দাম, ফেন্ডশীপের জেলা সমন্বয়কারী মো. আব্দুস সালাম, পলাশবাড়ী উপজেলার ফ্যামিলি প্লানিং ইন্সপেক্টর দিপায়ন রঞ্জন দাশ, সদর উপজেলার হেলথ ইন্সপেক্টর আব্দুল হান্নান, এফডব্লিউভি শামীমা আক্তার এবং বিবাহিত কিশোরী ময়না, শাহানা, নুরি ও হোসনে আরা প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন