
হামজার করা গোলে শুরুতেই লিড বাংলাদেশের

বাংলা প্রেস
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১০:৫৮ পিএম
.jpg)
বাংলাপ্রেস ডেস্ক: এশিয়ান কাপ বাছাইয়ে হংকং চায়নার বিপক্ষে হামজা চৌধুরীর গোলে শুরুতেই লিড নিয়েছে বাংলাদেশ ফুটবল দল। দারুণ এক ফ্রি কিক থেকে গোল করেছেন হামজা চৌধুরী।
ম্যাচের ১৩ মিনিটে হামজা চৌধুরীর ডান পায়ের বাঁকানো ফ্রি-কিক এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে গোলকিপারের ওপর দিয়ে জড়িয়ে যায় জালে। লাল সবুজ জার্সিতে দ্বিতীয় গোল করলেন হামজা। গত জুনে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথম গোল এসেছিল।
বাংলাদেশ একাদশ: মিতুল মারমা, কাজী তারিক রায়হান, শাকিল আহাদ তপু, তাজ উদ্দিন, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিম।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



-68eb25d6635b2.jpg)
-68eb58c4c0835.jpg)
