১৪ অক্টোবর ২০২৫

হাসারাঙ্গাকে নিয়েই শ্রীলঙ্কার এশিয়া কাপ দল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
হাসারাঙ্গাকে নিয়েই শ্রীলঙ্কার এশিয়া কাপ দল
বাংলাপ্রেস ডেস্ক:  শঙ্কাটা শঙ্কা হিসেবেই থেকে গেল। এশিয়া কাপে ওয়ানিন্দু হাসারাঙ্গা খেলতে পারবেন না এমন একটা গুঞ্জন বাতাসে ভেসে বেড়াচ্ছিল। তবে সেই শঙ্কা সত্যি হয়নি। আজ লেগস্পিনারকে দলে রেখেই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হাসারাঙ্গাকে দলে না রাখায় এশিয়া কাপে তার খেলা নিয়ে একটা শঙ্কা তৈরি হয়েছিল। কেননা  ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষেও ছিলেন না তিনি। তাই ধারণা করা হচ্ছিল, হ্যামস্ট্রিংয়ের চোট থেকে হয়তো এখনো সেরে ওঠেননি ২৮ বছর বয়সী মিস্ট্রি স্পিনার।তবে আজ সন্ধ্যায় ১৬ সদস্যের দলে হাসারাঙ্গাকে ঠিকই রেখেছে এসএলসি।
দলটির নেতৃত্ব দেবেন যথারীতি চরিত আসালাঙ্কা। জিম্বাবুয়ের বিপক্ষে দেওয়া দল থেকে দুটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। হাসারাঙ্গার চোটের কারণে জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পাওয়া দুশান হেমন্ত নেই এশিয়া কাপে। আর প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া ২০ বছর বয়সী ব্যাটার ভিশেন হালামবাগকে রাখেনি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে।
আগামী ৯ সেপ্টেম্বর শুরু হবে এশিয়া কাপ। তবে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৩ সেপ্টেম্বর, প্রতিপক্ষ বাংলাদেশ। সেদিন নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবেন লিটন দাস-তানজিদ হাসান তামিমরা। ১১ সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে। এশিয়া কাপের শ্রীলঙ্কা দল- চরিত আসালাঙ্কা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, চামিকা করুনারত্নে, মহীশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুষারা ও মাতিশা পাতিরানা। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন