১৫ অক্টোবর ২০২৫

হবিগঞ্জে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার বাড়িতে পুলিশের অভিযান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
হবিগঞ্জে ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার বাড়িতে পুলিশের অভিযান

হবিগঞ্জ থেকে সংবাদদাতা : আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়ার ছেলে ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী ড. রেজা কিবরিয়ার গ্রামের বাড়িতে বুধবার বিকেলে অভিযান চালিয়েছে পুলিশ। এই খবর পেয়ে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জালালসাপ আদর্শ গ্রামের লোকজন রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান নেয়। গ্রামবাসীর অবস্থান দেখে পুলিশের টহল দল দ্রুত বাড়ি থেকে বেরিয়ে পাশের গোপলাবাজার তদন্ত কেন্দ্রে অবস্থান নেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জের ইনাতগঞ্জ ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক জামাল আহমদ সুমনের ওপর গত ১৯ ডিসেম্বর স্থানীয় বান্দেরবাজার এলাকায় রেজা কিবরিয়ার সমর্থকরা হামলা করে। এ ঘটনায় করা মামলায় প্রধান আসামি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সেফু রেজা কিবরিয়ার বাড়িতে অবস্থান করছেন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় দোতলা বিশিষ্ট বাসার প্রত্যেক কক্ষে তল্লাশি করে কাগজপত্র ও আসবাবপত্র লণ্ডভণ্ড করেন পুলিশ সদস্যরা। এই খবর পেয়ে গ্রামের লোকজন রেজা কিবরিয়ার বাড়ির দিকে ছুটে যায় এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আরো লোকজনকে সেখানে যেতে বলেন কেউ কেউ। মাইকিং শোনে গ্রামের আরো লোক রেজা কিবরিয়ার বাড়ির দিকে ছুটে যান। একসঙ্গে অনেক মানুষ দেখে পুলিশ সদস্যরা দ্রুত বাড়ি থেকে বের হয়ে পাশের গোপলাবাজার তদন্ত কেন্দ্রে অবস্থান নেয়।

এ ব্যাপারে ড. রেজা কিবরিয়ার একান্ত সহকারী সোহরাব হোসেন মাহদি ও শাহাবুদ্দিন শুভ জানান, বিকেলে তাঁরা বাসায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ একদল পুলিশ এসে বাসায় তল্লাশি চালায়। এ সময় পুলিশ আসামি ধরার নাম করে বিভিন্ন কক্ষে গিয়ে আমাদের মালামাল তছনছ করতে থাকে। একপর্যায়ে গ্রামবাসী মসজিদের মাইকে মাইকিং করলে পুলিশ চলে যায়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন