বাংলাপ্রেস ডেস্ক: ১৭তম এশিয়া কাপের পর্দা উঠেছে আরো দুই দিন আগে। তবে বাংলাদেশ দলের যাত্রা শুরু হচ্ছে আজ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রতিপক্ষ শক্তিমত্তায় ঢের পিছিয়ে থাকা হংকং। কিন্তু বিপত্তিটা বেধেছে অন্যখানে।এই দলের বিপক্ষে ১০ বছর আগে ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে একবার মুখোমুখি হয়ে পরাজয়ের নিয়তি বরণ করতে হয়েছিল বাংলাদেশ দলকে। সেই দলের সাকিব আল হাসান, তামিম ইকবালসহ কেউই এখন আর নেই। তবে বাবর হায়াত, নিজকাত খানসহ বেশ কয়েকজন ক্রিকেটার হংকংয়ের প্রতিনিধিত্ব করে যাচ্ছেন। তাঁদের বিপক্ষে লিটন দাসদের সামনে যেমন উত্তরসূরিদের আক্ষেপ ঘোচানোর সুযোগ, তেমনি ‘বি’ গ্রুপ থেকে সেরা চারের দৌড়ে নিজেদের এগিয়ে নেওয়ারও।বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় শুরু হবে দুই দলের লড়াই। এর আগে আবুধাবির গরমে ফ্লাড লাইটের আলোর নিচে দুই দিন নিজেদের ঝালিয়ে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এই টুর্নামেন্টে অংশ নিতে সেখানে যাওয়ার আগে দেশেও বেশ লম্বা ক্যাম্প করেছেন লিটনরা। ক্যাম্পের আগে-পরে মিলিয়ে সর্বশেষ ৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টির সাতটি জেতার আত্মবিশ্বাস পুঁজি করে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমরা সম্প্রতি খুব ভালো ক্রিকেট খেলেছি।বেশ কিছু দিন ক্যাম্পও করেছি। আমার মনে হয়, ভালোভাবেই প্রস্তুত এশিয়া কাপের জন্য। এখানে সব কটিই ভালো দল, খেলাটা অনেক চ্যালেঞ্জিং হবে। আমরা এই চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি। আমরা আমাদের শতভাগ দেব।
বাংলাদেশ দলের যেখানে আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচ, সেখানে অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই হংকংয়ের সামনে। এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় হারের স্বাদ পেতে হয়েছে দলটিকে। সেই অর্থে মানসিকভাবে কোণঠাসা হয়েই আজ বাংলাদেশের বিপক্ষে নামবে তারা। যদিও ঘুরেফিরে আলোচনায় উঠছে ১০ বছর আগের হংকংয়ের সেই জয়ের প্রসঙ্গ। তবে লিটনের দল কতটা পরিণত, সেটা জেনেই এশিয়া কাপে এসেছেন হংকংয়ের প্রধান কোচ কুশল সিলভা, ‘বাংলাদেশ খুব মানসম্পন্ন দল। ওদের ভালো মানের স্পিনার যেমন আছে, ব্যাটিং লাইন আপও বেশ শক্তিশালী।’ তবে নিজেদের শক্তির ওপরও আস্থা রাখছেন তিনি, ‘আমরা টেস্ট খেলুড়ে দেশগুলোর বিপক্ষে বেশি খেলার সুযোগ পাই না, যে কারণে আমরা বড় মঞ্চে নিজেদের মেলে ধরতে পারি না। আমরা যা নিয়ন্ত্রণ করতে পারি, তার ওপর আমাদের কাজ করতে হবে এবং পরের খেলায় আমরা যে জিনিসগুলো ভালো করতে পারি সেগুলোর ওপর জোর দেব।’
আবুধাবিতে এবারের এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচটিতে আফগানিস্তানের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেনি হংকং। চলতি বছর দারুণ ছন্দে থাকা দলটির ওপেনার অংশুমান রথের রান না পাওয়ায় ভুগতে হয়েছে তাদের। বাংলাদেশের বোলারদের একই লক্ষ্য থাকবে। মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসানরা হংকংয়ের প্রথম সারির চার ব্যাটারকে যত দ্রুত ফেরাতে পারবেন, ততই কাজ সহজ হবে তাঁদের। দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরও। এই মাঠে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ খেলে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারতে হয় লিটনদের। এবার প্রতিপক্ষ তুলনামূলক সহজ হলেও লক্ষ্যপূরণ অতটাও সহজ হবে না বলেই মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘এখানে অনেক চ্যালেঞ্জ থাকবে, এত সহজ হবে না। আমরা চেষ্টা করব দল হিসেবে কিভাবে উন্নতি করা যায়।’
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]