১৩ অক্টোবর ২০২৫

হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৫, ১০:১৬ পিএম
হোয়াইটওয়াশের লক্ষ্যে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

বাংলাপ্রেস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। আজ (রোববার) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানদের হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন লাল-সবুজের প্রতিনিধিরা। সে লক্ষ্য টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী।

 

শারজা ক্রিকেট স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ।

এর আগে সিরিজের প্রথম দুটি ম্যাচই কঠিন করে জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানদের দেওয়া ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ১০৯ রান তুলে ফেলে জাকের আলীর দল। এরপর ৯ রানের মধ্যে ৬ উইকেট খুইয়ে বিপাকে পড়ে দল। শেষ পর্যন্ত অবশ্য ৪ উইকেট ও ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় দল।

দ্বিতীয় ম্যাচে ১৪৮ রান তাড়া করতে নেমে বিপদে পড়ে বাংলাদেশ। ১২৯ রানে অষ্টম উইকেট পতনের পর হারের শঙ্কা উঁকি দেয়। তবে সে ম্যাচেও শঙ্কা উড়িয়ে শেষতক বিজয় কেতন ওড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ একাদশ

তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন