১৪ অক্টোবর ২০২৫

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ২৮ দল, সাড়া নেই ১১ দলের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ২৮ দল, সাড়া নেই ১১ দলের
বাংলাপ্রেস ডেস্ক:  বিএনপি-জামায়াতসহ ২৮টি দল নির্বাচন কমিশনে ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। আর সিপিবিসহ ১০টি দল সময় চেয়েছে। অন্যদিকে কৃষক শ্রমিক জনতা পার্টিসহ ১১টি দল কোনো সাড়া দেয়নি। বৃহস্পতিবার (৩১ জুলাই) আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় শেষে এমন তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বাংলাদেশ আওয়ামী লীগসহ ইসিতে বর্তমানে নিবন্ধিত দল ৫১টি। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় সম্প্রতি ৫০টি দলকে এর আগে ৩১ জুলাইয়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দিতে বলে ইসি। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানান, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতসহ ২৮টি দল ২০২৪ সালের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দিয়েছে। ১০টি দল সময় চেয়েছে।আর ১১টি দল ইসির আহ্বানে কোনো সাড়া দেয়নি। আর বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি গত ২ ফেব্রুয়ারি নিবন্ধন পাওয়ায় তাদের আর অডিট রিপোর্ট জমা দেওয়ার প্রয়োজন নেই। নতুন করে সময় চাওয়া দলগুলো হলো বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, বাংলাদেশ জাতীয় পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি। সাড়া দেয়নি কৃষক শ্রমিক জনতা লীগ, বিকল্পধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাকের পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশ মুসলিম লীগ (হারিকেন), গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, বাংলাদেশ জাসদ ও গণসংহতি আন্দোলন।২০০৮ সালের নিবন্ধন আইন অনুযায়ী, কোনো দল পর পর তিনবার আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে সেই দলের নিবন্ধন বাতিল করার বিধান আছে আইনে। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরে পাওয়ায় এক যুগ পর আয়-ব্যয়ের হিসাব দিল দলটি। আর নিবন্ধন স্থগিত হওয়ায় প্রথমবারের মতো হিসাব দিতে হলো না আওয়ামী লীগকে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন