
ইতালি প্রবাসীরা বরণ করল ইংরেজি নববর্ষ



জাকির হোসেন সুমন, ভেনিস (ইতালি) থেকে : পুরো ইউরোপ জুড়েই বয়েছে আনন্দের বন্যা। ২০১৯ সাল কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২০ সাল কে বরণ করে নিলো ইতালিতে বসবাসরত ভেনিস প্রবাসী বাংলাদেশিরা।

প্রতি বছরের মতো এবারো ভেনিস বাংলা স্কুলে আয়োজন করা হয় নৈশভোজের । কেক কেটে হই হুল্লোড় ও আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানায় বিদ্যায় কমিটি, শিক্ষার্থী ও অভিভাবক সহ কমিউনিটি নেতৃবৃন্দ ।

পুরোনো গ্লানি কে মুছে ফেলে নতুন প্রত্যাশা কে বুকে ধারন করে দেশের কল্যানে কাজ করার প্রত্যয় , হিংসা ও হানাহানি কে ভুলে গিয়ে নতুনকরে পথ চলাই হবে ২০২০ সাল। এ সময় ভেনিস বাংলা স্কুলে উপস্হিত ছিলেন , বিদ্যালয়ের সভাপতি ও কমিউনিটি ব্যাক্তিত্ব সৈয়দ কামরুল সারোয়ার , এম ডি আক্তার উদ্দিন , নাসির উদ্দিন পান্না , রুনু আক্তার , পলাশ রহমান , ডাক্তার রাসেল মিয়া , সোহেলা আক্তার বিপ্লবী , সুরাইয়া আক্তার , কাজী মাহফুজ রানা , মোবারক হোসেন , নুরে আলম , দিলরুবা জামান , মেহেরুন নেছা মলি প্রমূখ ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়

