
জাকির হোসেন সুমন, ভেনিস (ইতালি) থেকে : ইতালির ভেনিস বাংলা স্কুলের আয়োজনে অনুষ্ঠিত হলো মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান। 'আমরা করবো জয়' এ স্লোগানকে সামনে রেখে ইতালিতে ভেনিস বাংলা স্কুল এ অনুষ্ঠানের আয়োজন করে। ইতালিতে বেড়ে ওঠা বাংলাদেশি নয়ুন প্রজন্মের শিশু-কিশোরদের ইতালিয়ান শিক্ষা ক্লাসে বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলকারী ১৫ জন শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
মেধা বিকাশে উৎসাহ প্রদান, প্রবাসী শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন এবং শিক্ষা আর্জনে উৎসাহিত করতেই বিশেষ পুরস্কার বিতরণ করা হয় বলে জানান ভেনিস বাংলা স্কুলে কর্মকর্তারা। সে সময় ভেনিস বাংলা স্কুলে ইতালিয়ান কম্পিতি ক্লাসের ৪ জন শিক্ষক ও শিক্ষিকাকে পুরস্কার দেওয়া হয়।

ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে ও সোহেলা আক্তার বিপ্লবীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ভেনিসের একমাত্র বাংলাদেশি বংশোদ্ভূত ডা. রাসেল মিয়া । শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের রফিকুল বারী, বিল্লাল ঢালী, এম ডি আক্তার উদ্দিন, হান্নান মিয়া, পলাশ রহমান, আল মামুন ঢালী, রুনু আক্তার, সুরাইয়া আক্তার , আশিক পল্স, কাজী মাহফুজ রানা, নুরে আলম, রিয়াজুল ইসলাম, দিলরুবা জামান, মেহেরুন নেছা মলি, এভিজো বাংলা স্কুলের সভাপতি কামরুল হাসান রাসেল , নাগরিক কমিটি ভেনিসের সভাপতি কাশেম শিকদার, তাহের খান , ওমর ফারুক নিনি, আব্দর রহমান, বিল্লাল হোছাইন,

যুবলীগ ভেনিস শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সৈয়াল কালু, ছাত্রলীগ ভেনিস শাখার সভাপতি আরিফ হাওলাদার ও সাধারন সম্পাদক রোমান ইসলাম প্রমূখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থী ও স্হানীয় শিল্পীরা।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]