
ইতালির ভেনিসে 'ভৈরব পরিষদ ভেনিস' এর আয়োজনে ওয়াজ মাহফিল


জাকির হোসেন সুমন, ভেনিস (ইতালি) : শান্তির ধর্ম ইসলাম । ইসলাম ধর্মের প্রসার ও প্রচারে এবং প্রবাসে বেরে উঠা ছোট ছোট ছেলে মেয়ে দের আরবি শিক্ষার প্রসারে ইতালীর ভেনিসে ভৈরব পরিষদ ভেনিসের আয়োজনে পবিএ কোরআন তিলাওয়াত , হামদ - নাত প্রতিযোগিতা ও ওয়াজ মাহফিলের আয়োজন করে।
ভেনিসের মারঘেরা পানোরামা জামে মসজিদে ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভৈরব পরিষদ ভেনিসের সভাপতি কাজী আব্দুল্লাহ আল বাকী রোনাক । ভৈরব পরিষদ ভেনিসের সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোবারক হোসাইনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যর লন্ডন শাহজালাল জামে মসজিদের খতিব , মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা তাজুল ইসলাম ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইতালীর গরিঝিয়া মনফালকোনে জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি বেলাল মাহমুদ , ভেনিসের মেসএে বাংলাওয়ালী জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মাহফুজ বিন আহমদ , লা পাচে জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল কুদ্দুছ ফরিদী , ভিচেন্সা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা মাহবুবুর রহমান , মেসএে পুরাতন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল কাদের , মারঘেরা জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হযরত মাওলানা হাবিবুল ইসলাম , মেসএে সেন্ট্রাল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল সালাম । ভৈরব পরিষদ ভেনিসের সহ সভাপতি মাওলানা হাজী মোহাম্মদ আলী ও সিনিয়র সহ সভাপতি সেলিম জাভেদ এর সার্বিক তত্ত্বাবধানে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব পরিষদ ভেনিসের উপদেষ্টা কাজী আব্দুল মান্নান , আলহাজ্ব আবুল কাসেম , মোহাম্মদ মুসা মিয়া , তোষন খান , আলী মোহাম্মদ , নুরুজ্জামান মোহাম্মদ , বোরহান রোমী আলামিন , কামরুজ্জামান সাফি সহ অনেকে ।
উক্ত ওয়াজ মাহফিলে মহিলাূের উপস্থিতি ছিলো চোঁখে পরার মতো । পরে ছোট শিশুদের অংশগ্রহণে পবিত্র কুরআন তেলাওয়াত , হামদ নাত প্রতিযোগিতায় অংশগ্রহণ কারীদপর মধ্যে থেকে বিজয়ী দের পুরস্কার বিতরণ করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




যুক্তরাষ্ট্র প্রবাসী নাইটক্লাব ব্যবসায়ী বিএনপির মনোনয়নপ্রত্যাশী,সমালোচনার ঝড়

