১৫ অক্টোবর ২০২৫

ইতালিতে বাংলাদেশ ছাড়া আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ইতালিতে বাংলাদেশ ছাড়া আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু

জাকির হোসেন সুমন, ভেনিস (ইতালি) থেকে : ইতালির মিলানে ৯ ফেব্রুয়ারি রবিবার হতে ইতালির বানিজ্যিক নগরী মিলানে শুরু হলো তিন দিন ব্যাপি আন্তর্জাতিক পর্যটন মেলা ( বিট )। গত ৪০ বছর ধরে এই মেলাটি বিশ্ব পর্যটন শিল্পের উন্নয়নে অবদান রাখছে। সমগ্র বিশ্বের প্রায় ১৫০ টি দেশ মেলায় তাদের দেশের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, কৃষ্টি, উন্নয়ন ও সৌন্দর্য নিয়ে পর্যটকদের আকর্ষণ করার জন্য প্রদর্শন করেন ।

এই মেলায় বিশ্বের পর্যটন শিল্প প্রতিষ্ঠান, এভিয়েশন সার্ভিস, হোটেল,মোটেল,জাতীয় ও আন্তর্জাতিক পর্যটন শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে থাকে । কিন্তু দুঃখজনক হলেও সত্যি আমাদের বাংলাদেশ এই মেলায় এবছর অংশগ্রহণ করেনি, এবং এর কারন এখনো জানা যায়নি। স্বল্প স্থানে সমগ্র দুনিয়ার সামনে নিজ দেশকে তুলে ধরার মাধ্যমে, ভ্রমণ প্রিয়াসী মানুষকে কৌতূহলী করা তুলা হলো এই মেলার প্রধান গোপনীয় কৌশল। যা আমাদের উপ মহাদেশের মধ্যে ভারত,শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভূটান ভালো ভাবেই করছেন।

এর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান খুবই শক্তিশালী, এই জন্যই শ্রীলঙ্কা পর্যটন শিল্প উওর উওর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ উন্নত বিশ্বের কাতারে দাড়াতে যাচ্ছে, পর্যটন শিল্পের উন্নয়ন এর জন্য অবধারিত। পর্যটন শিল্পের উন্নয়ন হলে একটি দেশের লক্ষ লক্ষ বেকারের কর্মসংস্থান হয়, পর্যটকদের আগমনে দেশের সমৃদ্ধি বৃদ্ধি পাবে যা একটি দেশের উন্নয়নের শক্তিশালী উপাদান। এই মেলা আগামীকাল ১১ ফেব্রয়ারি সম্পন্ন হবে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন