১৩ অক্টোবর ২০২৫

ইতালিতে প্রকাশ্যে বোরকা-নিকাব নিষিদ্ধের প্রস্তাব

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ অক্টোবর ২০২৫, ০৬:৩৪ এএম
ইতালিতে প্রকাশ্যে বোরকা-নিকাব নিষিদ্ধের প্রস্তাব

বাংলাপ্রেস ডেস্ক:   মুসলিম নারীদের জন্য প্রকাশ্যে বোরকা ও নিকাব পরিধানে নিষেধাজ্ঞা সংক্রান্ত একটি বিল প্রণয়নের পরিকল্পনা ঘোষণা করেছে ইতালির শাসক দল ‘ব্রাদার্স অব ইতালি’। এটিকে ‘ইসলামিক বিচ্ছিন্নতাবাদ’ প্রতিরোধের পদক্ষেপ হিসেবে পার্লামেন্টে উল্লেখ করেছে দলটি। 

 

দেশটির সংসদ সদস্য আন্দ্রেয়া ডেলমাস্ত্রো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘ধর্মীয় স্বাধীনতা পবিত্র একটি ধারণা। প্রত্যেকটি ধর্মের ওপর শ্রদ্ধা জানাচ্ছি। তবে, এটি আমাদের সংবিধান এবং ইতালির রাষ্ট্রীয় নীতির প্রতি পূর্ণ সম্মান রেখে প্রয়োগ করতে হবে।’

নিষেধাজ্ঞার আওতায় বোরকা ও নিকাব পরিধান করা যাবে না এমন জনসমাগম স্থানগুলো হলো—দোকান, স্কুল ও অফিস। নিয়ম ভঙ্গ করলে ৩০০ ইউরো থেকে ৩,০০০ ইউরো পর্যন্ত জরিমানা করা হবে বলে বিলে প্রস্তাব করা হয়েছে।

এই প্রস্তাবটি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থি দলের ‘বিচ্ছিন্নতাবাদ’ প্রতিরোধে নেওয়া আরও বিস্তৃত বিলের অংশ।

ব্রাদার্স অব ইতালির অভিবাসন বিষয়ক প্রধান সারা কেলানি সংবাদ সম্মেলনে বলেন, ‘বিলটি মূলত মসজিদের তহবিল নিয়ন্ত্রণ এবং বোরকা-নিকাব নিষিদ্ধ করার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।’

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন