
জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা ৮ ডিসেম্বর



বাংলাপ্রেস ডেস্ক : জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন জানিয়েছেন, ৮ ডিসেম্বর (শনিবার) জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা করা হবে।
বুধবার বিকেলে নয়া পল্টনের ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় কামাল বলেন, শরিকদের মধ্যে আসন বিন্যাসের বিষয়টি পরে জানানো হবে।
ড. কামাল দাবি করেন, জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ায় অনিশ্চিয়তায় পড়েছে সরকার। তিনি আরও বলেন, সবাইকে ভোট কেন্দ্র পাহারা দিতে হবে। আর জন্য সবাইকে সতর্ক থাকতে হবে, সরকার যাতে ২০১৪ সালের মত আরেকটা যেনতেন নির্বাচন করতে না পারে।
ড. কামাল দাবি করেন, ছোট ছোট অজুহাতে আমাদের ১৪১ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে অথচ সরকার দলীয় বিভিন্ন প্রার্থীরা বড় বড় ঋণখেলাপি হলেও তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঐক্যফ্রন্টের প্রার্থীদের আপিল নিস্পত্তির ক্ষেত্রে সময়ক্ষেপণ আমাদের উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও মনে করেন জাতীয় ঐক্যফ্রন্টের এ শীর্ষ নেতা।
এসময় জেএসডি সভাপতি আসম আব্দুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্নাসহ ঐক্যফ্রন্টের নেতারা উপস্থিত ছিলেন।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন


মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের পাশে জামায়াত আমির, ১ লাখ টাকা অনুদানের ঘোষণা


কোন কোন উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত তাঁদের কণ্ঠ রেকর্ড আছে: জামায়াত নেতা

