
নিউ ইর্য়ক প্রতিনিধি : প্রধানমন্ত্রীর ভাষণের আগ মুহূর্তে জাতিসংঘ ভবনের সামনে সংঘাতে জড়ান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও বিএনপি’র নেতাকর্মীরা।
জানা গেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডকে কেন্দ্র করে, বিক্ষোভ সমাবেশের ডাক দেয় যুক্তরাষ্ট্র বিএনপি। আদালতের রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন নেতাকর্মীরা।
এই কর্মসূচি থেকে হামলা হতে পারে- এমন অভিযোগে বিএনপিকে প্রতিহতের ঘোষণা দেয় আওয়ামী লীগ। পাশাপাশি আয়োজন করে আনন্দ সমাবেশের। জাতিসংঘ ভবন ছাড়াও, উত্তপ্ত ছিল বাংলাদেশ কনস্যুলেট এলাকা। পাল্টাপাল্টি কর্মসূচি ছিল হোয়াইট হাউজ আর মার্কিন পররাষ্ট্র দফতরের সামনেও।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]