১৪ অক্টোবর ২০২৫

জাতিসংঘের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জাতিসংঘের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ
নিউ ইয়র্ক প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের ভাষণ দেওয়ার সময় জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা। নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার ৩টা থেকে যুক্তরাষ্ট্র বিএনপি ও সকল অঙ্গসংগঠন জাতিসংঘ সদর দপ্তরের সামনে শেখ হাসিনা ও বর্তমান সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেন। সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারন অধিবেশনে ভাষণ দেন। একই সময়ে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মিরা বিএনপির ডাকা বিক্ষোভ সমাবেশ প্রতিহতের ডাক দিয়ে একই মাঠের অপর প্রান্তে মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সফরসঙ্গী মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা এ সময় সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের ভেতর অবস্থান করছিলেন। বেশ কিছু প্রবাসীকে পর্যবেক্ষক হিসেবে সম্মেলন কেন্দ্রে অবস্থান নিতে দেখা যায়। জাতিসংঘ সদর দপ্তর সংলগ্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতা-কর্মির সমাগম ঘটে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে স্বৈরাচার, গণবিরোধী ও অবৈধ প্রধানমন্ত্রী বলে শ্লোগান দিতে থাকেন। এদিকে, বিএনপির বিক্ষোভের মুখে আওয়ামী লীগের লোকজনের উপস্থিতি ছিল খুবই কম। জানা গেছে, দলীয় কোন্দলের কারণে অনেকেই বিএনপির সমাবেশ প্রতিহত আহবান করেও ঘটনাস্থলে আসেনি।বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের আরও কিছু নেতাকর্মি বিক্ষোভরত এলাকায় জড়ো হন। তবে তাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে দেওয়া স্লোগান বিএনপির ব্যাপক স্লোগানের মুখে চাপা পড়ে যায়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনির্বাচিত ও অবৈধ প্রধানমন্ত্রী উল্লেখ করে বিএনপি নেতারা শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অরুচিকর শ্লোগান দেওয়া শুরু করলে আওয়ামীলীগের কর্মিরা ক্ষিপ্ত হয়ে উঠেন। বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা বলেন, গত ৫ জানুয়ারি অগণতান্ত্রিক ও প্রহসনের নির্বাচনে নির্বাচিত প্রধানমন্ত্রীর দাবিদার শেখ হাসিনার ভাষণ দেওয়ার কোনই অধিকার নেই। কারণ তিনি জনগণের ভোটে নির্বাচিত হননি। যুক্তরাষ্ট্রের যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ আন্দোলন সর্বাত্মক ভাবেই সফল হয়েছে বলে জানান বিএনপি নেতারা। তাঁরা বলেন, দেশের সাধারন মানুষকে খুন গুম আর ভয়াবহ আতংকের মধ্যে রেখে জাতিসংঘে এসে শান্তির কথা বলে বিশ্ববাসীর কাছে মিথ্যাচার করছে শেখ হাসিনা। বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকার অনির্বাচিত ও অগণতান্ত্রিক সরকার। তাঁরা দেশের বিরোধী দলের নেতাকর্মিদের উপর জেল-জুলুমসহ হত্যার রাজনীতি করছে। এ বিক্ষোভ সমাবেশে অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ ও তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতারা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউ ইয়র্কের জাতিসংঘে আগমনের প্রতিবাদে পূর্বানুমতি নিয়ে মিজানুর রহমান ভূইঁয়া মিল্টন এ বিক্ষোভ সমাবেশের ডাক দেন। বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপির অনেক নেতাকর্মিরাই দলের চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তির শপথে বলিয়ান হতে মিল্টন ভূঁইয়ার নেতৃত্বে দলে যোগ দেওয়ার আহবান জানান।                                                                                                                                                       বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষোভ-প্রতিবাদে লন্ডন থেকে যোগ দেন কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও কেন্দ্রীয় নেত্রী নাজমুন নাহার বেবী।                                                                             যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে, বিএনপি নেতা আবুল কাসেম, আব্দুস সবুর, শরাফত হোসেন বাবু, জসিম ভূইয়া, মোশারফ হোসেন সবুজ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতেন, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাকসুদুল হক চৌধুরী, যুগ্মসম্পাদক ওমর ফারুক, যুক্তরাষ্ট্র যুবদলের সহসভাপতি আতিকুল ইসলাম আহাদ, নুরুল আলম, চট্টগ্রাম জাতীয়তাবাদী ফোরামের সভাপতি তারিক চৌধূরী দিপু, সাধারণ সম্পাদক বদিউল আলম, সিটি বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজা, আমিনুর রহমান খোকন,যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জনি, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি শেখ হায়দার আলী, রকিব উদ্দিন দুলাল, ওমর ফারুক, মাহফুজুল মাওলা নান্নু, আবু তাহের, কাউসার আহমেদ, মামুন আহসান, আল মামুন সবুজ, ইসমাইল হোসেন, সোহাগ রানা, নাজমুল হোসাইন, আকতার হোসাইন, সাইফুল ইসলাম, আনোয়ার হোসাইন, মোহাম্মদ নাসিম, শাহজান সাজু, বাদল মির্জা, শাওন, দিদার, আবদুল কুদ্দুস, রাকিব, মুস্তাফিজুর, আবুল খায়ের ও মিজানুর রহমান। মিজানুর রহমান ভূইয়া মিল্টন তার বক্তব্যে বলেন, বাংলাদেশে আজ গণতন্ত্র অনুপস্থিত। বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছেন না। বাংলাদেশ এখন দুর্নীতির মহাসাগরে নিমর্জ্জিত। যুবলীগ নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে প্রশাসন হানা দিলেই বেরিয়ে আসছে লুটপাটের শত শত কোটি টাকা। উন্নয়নের নামে হরিলুটের দেশে রাজনৈতিক জনপ্রিয়তায় ইস্বান্বিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দ্দেশে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে কারান্তরীণ রাখা হয়েছে। এছাড়া ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশে প্রবেশে বাধা দিচ্ছে এই সরকার। এ ছাড়াও অন্য গ্রুপের নেতারা হলেন-আবদুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, প্রফেসর দেলোয়ার হোসেন, গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, আব্বাস উদ্দিন দুলাল, মোহাম্মদ গিয়াস উদ্দিন, আবুল কাশেম, মোশারফ হোসেন সবুজ, রকিব উদ্দিন দুলাল, ওমর ফারুক, আতিকুল হক আহাদ, শফিক উদ্দিন দুলাল, আকিকুর রহমান ফারুক, মেয়র আবুল কালাম আজাদ, এবাদ চৌধুরী, জাকির হাওলাদার, আতিকুল আহাদ, একে আজাদ, দেলোয়ার হোসেন শিপন, নুরে আলম, আহসান মামুন ও এস আহম্মেদ রুমেল, গোলাম ফারুক শাহীন, পারভেজ সাজ্জাদ, হাবিবুর রহমান সেলিম রেজা, মাওলানা আতিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ, ভিপি জসিম, আশরাফ হোসেন, মাওলানা আতিকুর রহমান আতিক, সাঈদুর রহমান সাঈদ, হাবিবুর রহমান সেলিম রেজা, আশারাফ হোসেন, তারেক রহমান, জাহাঙ্গীর এম আলম, রুহুল আমিন নাছির, রিয়াজ চৌধুরী, শাহাদাৎ হোসেন রাজু, আলমগীর মৃধা, পরান চৌধুরী ও অর্ণব রুবেল। নিউ ইংল্যান্ড বিএনপি’র নেতারা হলেন- সৈয়দ বদরে আলম সাইফুল, কাজী নুরুজ্জামান, আব্দুর রাজ্জাক, রোকেয়া জামান এলিজা ও আশেক রনি প্রমুখ। ফ্লোরিডা বিএনপির নেতারা হলেন-এমরানুল হক চাকলাদার, দিনাজ খান, ফারুক সরকার, আরিফ আহমেদ আশরাফ ও ইলিয়াস খান প্রমুখ। পেনসিলভানিয়া বিএনপির নেতারা হলেন-শাহ ফরিদ, এ আর খান লাভলু, নূর উদ্দিন নাহিদ, মোহাম্মদ জাহাংগীর আলম,মোহাম্মদ শওকত ইমাম, ইফতেকার হোসেন ফরহাদ, নূরুল আযম, জাহাংগীর আলম, খন্দকার হাসান ও আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন