১৩ অক্টোবর ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাতে চলাফেরায় নিষেধাজ্ঞা জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রাতে চলাফেরায় নিষেধাজ্ঞা জারি

জবি থেকে সংবাদদাতা : রাত ১০.৩০ এর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে অবস্থানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার ( ১০ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। উপাচর্যের নির্দেশক্রমে রেজিস্টার প্রোকৌশলী মো: ওহিদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছুদিন যাবৎ লক্ষ করা যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাতের বেলা অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হচ্ছে।

তাই নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত ১০.৩০ মিনিট এর পর ছাত্র ছাত্রীদের অবস্থান না করার নির্দেশ প্রদান করা হলো। বিজ্ঞপ্তি প্রসঙ্গে প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, যেহেতু আমাদের হল নাই, অনাবাসিক প্রতিষ্ঠান তাই রাতে বাইরে না থেকে শিক্ষার্থীদের বাসায় চলে যাওয়া ভালো। তাই প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে। আর ১০.৩০ এর পর বহিরাগত কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে রেজিস্টার প্রকৌশলী মোঃ ওহিদুজ্জামানের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

খাঁচা
সাহিত্য

খাঁচা

২ সপ্তাহ আগে by বাংলা প্রেস