১৪ অক্টোবর ২০২৫

জুলাই শহীদ পরিবারের চাকরির দাবি, ‘কোটা নয়, সম্মানের পুনর্বাসন: জামায়াত আমির

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জুলাই শহীদ পরিবারের চাকরির দাবি, ‘কোটা নয়, সম্মানের পুনর্বাসন: জামায়াত আমির
বাংলাপ্রেস ডেস্ক: জুলাই মাসের গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া প্রত্যেক ব্যক্তির পরিবারের সদস্যদের সম্মানের ভিত্তিতে চাকরি ও পুনর্বাসনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, “এটি কোনো কোটা নয়, এটি শহীদ পরিবারের প্রতি জাতির দায়িত্ব।” শনিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত এক স্মরণসভায় তিনি এ কথা বলেন। “জুলাই-২৪ শহীদ পরিবার সোসাইটি” এবং “ন্যাশনাল ইয়ুথ অ্যালায়েন্স বাংলাদেশ”-এর যৌথ আয়োজনে স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।   জামায়াত আমির বলেন, “যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের ৭০ শতাংশই ছিলেন নিম্ন আয়ের মানুষ। তাঁরা জাতির জন্য জীবন উৎসর্গ করেছেন। এখন তাঁদের পরিবারের সদস্যদের দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে। শহীদ পরিবার ভিক্ষা চায় না, তারা চায় সম্মানের সঙ্গে বাঁচতে।” চাকরির দাবিকে ‘কোটা’ বলতে রাজি নন শফিকুর রহমান। তাঁর ভাষায়, “কোটা হচ্ছে যুগ যুগ ধরে চৌদ্দগোষ্ঠীর কপালে যেটা ঝুলায়ে দেওয়া হয়, সেটার নাম কোটা। শহীদ পরিবার সেটি চায়নি, আমাদের দায়িত্ব তাঁদের হাতে সম্মানের সুযোগ তুলে দেওয়া।” তিনি আরও বলেন, “শহীদ পরিবারের সদস্যরা জুলাই সনদের দাবি জানিয়েছেন। এটি শুধু তাঁদের একার নয়, দেশের ১৮ কোটি মানুষের মুক্তির সনদ। অথচ ঐকমত্য কমিশনে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হলেও বিষয়টি অগ্রাধিকার পাচ্ছে না।” রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, “জুলাইয়ে যদি শহীদেরা জীবন না দিতেন, তাহলে আজ আপনাদের থাকতে হতো কাশিমপুর বা কেরানীগঞ্জ কারাগারে। তাই সব কিছু বন্ধ রেখে আগে জুলাই সনদ প্রণয়ন করুন।” [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন