১৪ অক্টোবর ২০২৫

জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে : নাহিদ ইসলাম

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
জুলাই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে : নাহিদ ইসলাম
বাংলাপ্রেস ডেস্ক:  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ ও ঘোষণাপত্র দিতে হবে, এর বিকল্প নেই। সেই সঙ্গে জুলাই সনদের ভিত্তিতেই আগামী জাতীয় নির্বাচন হতে হবে। নির্বাচনে যে দল বিজয়ী হয়ে সরকার গঠন করবে, সেই দলের সংস্কার বাস্তবায়নে বাধ্য থাকবে।’ মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে গাজীপুরে জেলা শহরের রাজবাড়ী সড়কে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে পথসভায় তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, ‘৯০-এর গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো বাংলাদেশের জনগণ ও ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছিল। ত্রিদলীয় জোটের রূপরেখা তৈরি করা হয়েছিল। সেই রূপরেখা কোনো দল মানেনি। আমরা এবার কোনো প্রতারণার সুযোগ দেব না।এনসিপির এই নেতা বলেন, ‘শ্রমিকরা ন্যায্য মজুরি ও আবাসন সুবিধা পান না। তাদের সন্তানরা শিক্ষার সুযোগ পায় না। এখানে কয়েক দিন পর পর অসন্তোষ তৈরি হয়। টাঙ্গাইল কৃষক আন্দোলনের সূতিকাগার হলে গাজীপুর হচ্ছে শ্রমিক আন্দোলনের সূতিকাগার।তিনি আরো বলেন, ‘বিগত সরকারের সময় গাজীপুর সিটি করপোরেশনকে অকার্যকর করে লুটপাট করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুরের সমস্যা ও উন্নয়ন নিয়ে কাজ করতে চায়। গাজীপুরকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলা হবে। এনসিপি বাংলাদেশকে নতুন দিগন্তে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। আমরা গাজীপুরবাসীকে পাশে চাই।জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, এনসিপি কেন্দ্রীয় আহ্বায়ক সংগঠক নাহিদা সারওয়ার নিভা, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, মেজর (অব.) আব্দুল্লাহ আল মাহমুদ, কেন্দ্রীয় আহ্বায়ক সংগঠক এম এম সোহাইন, কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম প্রমুখ। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন