
বাংলাপ্রেস ডেস্ক: কানাডার অন্টারিও প্রদেশের ব্রাইটন শহরে প্রবাসী বাংলাদেশি মো. আইন উদ্দীন বকুল (৪১) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
জানা যায়, ২৫ ডিসেম্বর কানাডার স্থানীয় সময় ভোর ৬টার দিকে হাইওয়ে ৪০১ ব্রাইটন, অন্টারিওসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে তাদের কারটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই বকুলের মৃত্যু হয় এবং আহতদের কানাডার কিংস্টন জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত আইন উদ্দীন বকুলের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তিনি কানাডায় টরেন্টোতে বসবাস করতেন। তিনি কানাডার জালালাবাদ অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।
এ দুর্ঘটনায় আহত অন্য দুই বাংলাদেশি হলেন কানাডার স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল হক ও আজিম উদ্দিন। শরিফুলের বাড়ি বাংলাদেশের মাদারীপুর জেলায় আর আজিমের বাড়ি ঢাকায়। দুর্ঘটনার বিষয়ে কানাডার পুলিশ খতিয়ে দেখছে বলে রুহুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]