
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যে বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস সোসাইটি (বাফস) এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি পদে মোহাম্মদ আব্দুল হাসেম (পুনঃরায়) ও সাধারণ সম্পাদক একেএম মেজবাহ উদ্দিন নির্বাচিত হয়েছেন। গত চার বছর আগে এ সংঠনটির আত্মপ্রকাশ ঘটেছিল।
নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ আব্দুল হাসেম ও সাধারন সম্পাদক একেএম মেজবাহ উদ্দিন জানান কানেকটিকাটের প্রবাসী বাংলাদেশিদের মাঝে নানা ধরনের বিনোদন আর সামাজিক কর্মকাণ্ড তুলে ধরাই হবে একমাত্র কাজ। এছাড়াও বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডস সোসাইটি (বাফস) বাংলাদেশি সাধারন অভিবাসীদের অভিবাসন সংক্রান্ত সকল প্রকার সহায়তা প্রদান করবে।
তারা মনে করেন কানেকটিকাটে দিনদিন বাংলাদেশিদের সংখ্যা বেড়েই চলছে। এসব বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে দেশের কৃষ্টি ও সংস্কৃতি মাঝে নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মাঝে বিলিয়ে দিতে হবে। তা নাহলে এদেশে বেড়ে উঠা নতুন প্রজন্ম আমাদের দেশ ও মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে বঞ্চিত হবে। নতুন কমিটিতে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি যথাক্রমে ইব্রাহিম সাঈদ, এম এ আজিজ, মোহাম্মদ হোসেন স্বপন, মোহাম্মদ মনসুর ও আব্দুর রহিম।যুগ্ম সাধারন সম্পাদক আরিফুল ইসলাম নিপুন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এ কবির (লাভলু), যুগ্ম সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন এম চৌধুরী, কোষাধ্যক্ষ মোহাম্মদ রহমান রাজু, গণসংযোগ সম্পাদক মোহাম্মদ আর আলম (সুমন), সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আরজু, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ এস চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ এম কবির (মঞ্জু)। নির্বাহী সদস্যরা হলেন এসএম আজিজ রহমান ও শেখ এম ফারুক।
খুব শিগগির বৃস্টলে নতুন এ কমিটির অভিষেক অনুষ্ঠিত হবে বলে নবনির্বাচিত কমিটির কর্মকর্তারা জানিয়েছেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]