১৪ অক্টোবর ২০২৫

কানেকটিকাট প্রবাসীদের সাথে সৌজন্য সাক্ষাতে ম্যানচেস্টার সিটি মেয়র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
কানেকটিকাট প্রবাসীদের সাথে সৌজন্য সাক্ষাতে ম্যানচেস্টার সিটি মেয়র
হার্টফোর্ড প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের ম্যানচেস্টার প্রবাসী বাংলাদেশিদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন সিটি মেয়র জে মোরান। গত রবিবার দুপুরে নির্বাচনী প্রচারণার্থে কয়েকশত প্রবাসীদের সাথে মিলিত হয়ে মেয়র জে মোরান আগামী নভেম্বরে পরিচালনা পর্ষদ নির্বাচনে বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় ব্যবসায়ী ও কানেকটিকাট ডেমোক্রেটিক পার্টির এশিয়ান আমেরিকান এবং প্যাসিফিক আইল্যান্ড (এএপিআই)-এর চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান অপু’র আয়োজন ও তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে মেয়র জে মোরান বলেন, গত এক দশকে ম্যানচেস্টারে বাংলাদেশিদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে কয়েকগুণ। এ শহরে বসবাসকারী প্রবাসীরা অত্যন্ত শান্তিপ্রিয়। আগামী নির্বাচনে পরিচালনা পর্ষদ (বোর্ড অব ডাইরেক্টর)এর প্রার্থী হিসেবে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান, আর এজন্য প্রবাসী বাংলাদেশি আমেরিকান ভোটারদের কাছ থেকে ভোট প্রত্যাশী। নির্বাচিত হলে প্রবাসীদের সকল প্রকার সাহায্য সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন মেয়র জে মোরান। মেয়র জে মোরান ২০১৪ সাল থেকে ম্যানচেস্টারের মেয়র এবং এর আগে দু’বারেরও বেশি ডেপুটি মেয়র হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রথম ২০০৯ সালে পরিচালনা পর্ষদে নির্বাচিত হয়েছিলেন এবং এর আগে দু’বছর শিক্ষাবোর্ডে দায়িত্ব পালন করেছেন। জে মোরান প্রায় ৩০ বছর ধরে কলেজের অ্যাথলেটিক প্রশাসক হিসাবে কাজ করেছেন। তিনি বর্তমানে সাউদার্ন সিটি স্টেট ইউনিভার্সিটির অ্যাথলেটিক ডিরেক্টর। তিনি এর আগে ব্রিজপোর্ট ইউনিভার্সিটি এবং আলবার্তার ম্যাগনাস কলেজ এডি পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি সেন্ট জোসেফ কলেজের সহকারী অ্যাথলেটিক পরিচালক এবং ক্রস কান্ট্রি কোচও ছিলেন। তিনি ইউকন-এ ইন্টার্রামালাল এবং বিনোদনমূলক সমন্বয়কারীও ছিলেন। তিনি আজীবন ম্যানচেস্টারের বাসিন্দা। প্যাটি গ্রোন্ডা মোরানের সাথে ৩০ বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।ক্রিস্টেন, এলিজাবেথ, জেমি এবং জুলিয়া মোরানের গর্বিত বাবা-মা তারা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন কংগ্রেসম্যান জন লারসন,ষ্টেট সিনেটর সৌদ আনোয়ার, এটর্নি জেনারেল উইলিয়াম টং,ডিএনসি নেতা ন্যান্সি ডিনার্ডো, ম্যানচেস্টার সিটি মেয়র জে মোরান ও সেন্ট্রাল কানেকটিকাট চেম্বার অ্যান্ড কমার্স-এর বোর্ড অব ডাইরেক্টর মোহাম্মদ মাসুদুর রহমান অপু। এছাড়াও কানেকটিকাটের ডেমোক্রেটিক পার্টির নেতৃবৃন্দসহ উচ্চ পদস্থ কর্মকর্তারাও উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন